মাধ্যমিকের হলে শুধুমাত্র কাঁটা দেওয়া ঘড়ি, জানালেন পর্ষদ সভাপতি

সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘড়ি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। উত্তর কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল-সহ একাধিক কেন্দ্রে পরীক্ষার্থীদের ঘড়ি পরে ঢুকতে বাধা দেয় কর্তৃপক্ষ। জানানো হয়, প‌র্ষদের  নির্দেশ মেনেই এই পদক্ষেপ করেছেন তাঁরা।

Updated By: Mar 12, 2018, 07:39 PM IST
মাধ্যমিকের হলে শুধুমাত্র কাঁটা দেওয়া ঘড়ি, জানালেন পর্ষদ সভাপতি

ওয়েব ডেস্ক: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র ঘড়ি পরে ঢোকা নিয়ে বিভ্রান্তি কাটাতে নির্দেশিকা স্পষ্ট করলেন প‌র্ষদ সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। সোমবার পরীক্ষার প্রথম দিনে এই নিয়ে বেশ কয়েকটি কেন্দ্রে বিভ্রান্তি ছড়ায়। ঘড়ি পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না-দেওয়ায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিকেলে পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে এবিষয়ে নির্দেশিকা ব্যাখ্যা করেন কল্যাণময় বাবু। 

আরও পড়ুন - ভর সন্ধ্যায় বাউন্সারদের হাতে চরম হেনস্থার শিকার ব্রততী!

পর্ষদের ঘড়ি নীতি
এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন, ঘড়ি পরে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বিধিনিষেধ লাগু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অসৎ উপায় অবলম্বন রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। পর্ষদের নির্দেশিকা অনুসারে পরীক্ষাকেন্দ্রে কেবলমাত্র কাঁটা ওয়ালা ঘড়ি পরে ঢোকা ‌যাবে। ডিজিটাল ঘড়ি পরে ঢোকা ‌যাবে না কেন্দ্রে। 
‌যে সমস্ত ঘড়িতে কাঁটার পাশাপাশি ডিজিটাল প্র‌যুক্তিও রয়েছে সেই সব ঘড়ি পরে ঢোকা ‌যাবে না পরীক্ষাকেন্দ্রে। 

ঘড়ি নিয়ে ক্ষোভ
সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘড়ি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। উত্তর কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল-সহ একাধিক কেন্দ্রে পরীক্ষার্থীদের ঘড়ি পরে ঢুকতে বাধা দেয় কর্তৃপক্ষ। জানানো হয়, প‌র্ষদের  নির্দেশ মেনেই এই পদক্ষেপ করেছেন তাঁরা। ‌যদিও অভিভাবকদের দাবি, ঘড়ি না-থাকলে কী করে সময় দেখবে পড়ুয়ারা। সেক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রের অন্দরে সমস্যায় পড়বে তারা। ‌এই নিয়ে বিবাদের জেরে বেথুন কলেজিয়েট স্কুলের সামনে বিক্ষোভও দেখান অভিভাবকরা। 

.