হনুমানের তাণ্ডবে আতঙ্ক মালবাজারে

কথাতেই আছে, 'হনুমানের তাণ্ডব'! সেই হনুমানের তাণ্ডবেই আতঙ্কে দিশেহারা জলপাইগুড়ির মালবাজারের ডামডিম এলাকার মানুষ।

Updated By: Apr 8, 2018, 03:20 PM IST
হনুমানের তাণ্ডবে আতঙ্ক মালবাজারে

নিজস্ব প্রতিবেদন : কথাতেই আছে, 'হনুমানের তাণ্ডব'! সেই হনুমানের তাণ্ডবেই আতঙ্কে দিশেহারা জলপাইগুড়ির মালবাজারের ডামডিম এলাকার মানুষ।

রবিবার সকালে বিশালাকার হনুমানটিকে দেখা যায় ডামডিম বাজারে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে দোকানপাট খুলতে গেলই ভিতরে ঢুকে পড়ছে হনুমান। এমনকি, খেয়ে নিচ্ছে চাউমিন, মোমো-ও। ওষুধেও অরুচি নেই বীর হনুমানের।

আরও পড়ুন, 'পারফিউম সেলসম্যান' পরিচয়ে ফ্ল্যাটে ঢোকে যুগল, তারপর বন্ধ দরজার আড়ালে চলল...

শুধু যে দোকানপাটে সে তাণ্ডব চালাচ্ছে, এমনটা নয়। কখনও কখনও বাড়ির মধ্যেও ঢুকে পড়ছে হনুমান। সবমিলিয়ে হনুমানের তাণ্ডবে ত্রাহি রব উঠেছে ডামডিমে। রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে উঠেছে।

আরও পড়ুন, চিলের মড়কে আতঙ্ক শিলিগুড়িতে

ইতিধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরে। বন দফতর কর্তৃপক্ষ জানিয়েছে, হনুমানটিকে ধরার জন্য জাল ও খাঁচা পাতা হচ্ছে।

.