পাঁশকুড়াতে জয়ের ধারা বজায় রাখল তৃণমূল, বিরোধীর আসনে বিজেপি

Updated By: Aug 17, 2017, 12:54 PM IST
পাঁশকুড়াতে জয়ের ধারা বজায় রাখল তৃণমূল, বিরোধীর আসনে বিজেপি

পাঁশকুড়া: পাঁশকুড়াতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হল শাসকদল। মোট ১৮ টি আসনের মধ্যে ১৭ টি আসন পেল তৃণমূল। বাকি সব বিরোধীদের টেক্কা দিয়ে ১টি আসন দখল করে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি।

বিস্তারিত রাজনৈতিক বিশ্লেষণে ‌যাওয়ার আগে এক নজরে দেখে নিন পাঁশকুড়ার ভোটের ফল-

মোট আসন ১৮

তৃণমূল কংগ্রেস ১৭

বিজেপি ১

কংগ্রেস ০

বাম ০

অন্যান্য ০

১০ নম্বর ওয়ার্ডে প্রায় ১১০০ ভোটে জয়ী রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। ৬ নম্বর ওয়ার্ডে চমক বিজেপির। তৃণমূল প্রার্থী শ্যামল পাড়িয়ালকে হারিয়ে জিতলেন বিজেপির সিন্টু সেনাপতি। তিনি ৩২৬ ভোটে জিতেছেন।  ভোটের আগেই পাঁশকুড়ায় ২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল তৃণমূল।ভোট হয়েছিল ১৫ টি আসনে।

 

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে মোট ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এই পুরসভা তৃণমূলের দখলে ছিল। ১২টি ওয়ার্ডে জয়ী হয়েছিল তৃণমূল ও বাকি পাঁচটি ছিল সিপিএমের দখলে। এবারও তৃণমূল তাদের জয়ের ধারা বজায় রাখল। কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেল বামেরা। এবারের নির্বাচনে একটিও আসন পেল না তারা। বরং নজর কাড়ল বিজেপি। বাকি সব বিরোধীদের টেক্কা দিয়ে পাঁশকুড়ায় ১টি আসন দখল করে নিল বিজেপি। 

.