মঙ্গল, বুধের বনধ রুখতে কড়া নবান্ন, শক্ত হাতে মোকাবিলার নির্দেশ প্রশাসনকে

শক্ত হাতে বনধ মোকাবিলায় প্রত্যেক আইজি, এডিজি, ডিভিশনাল কমিশনারদের কড়া নির্দেশ। নির্দেশিকা জারি করে  স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে..

Updated By: Jan 7, 2019, 01:30 PM IST
মঙ্গল, বুধের বনধ রুখতে কড়া নবান্ন, শক্ত হাতে মোকাবিলার নির্দেশ প্রশাসনকে

 নিজস্ব প্রতিবেদন:  ৮ ও ৯ জানুয়ারি বনধ রুখতে কড়া অবস্থান নবান্নর। শক্ত হাতে বনধ মোকাবিলায় প্রত্যেক আইজি, এডিজি, ডিভিশনাল কমিশনারদের কড়া নির্দেশ। নির্দেশিকা জারি করে  স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে..

 _৮ ও ৯ জানুয়ারি জোর করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোনও অফিস বন্ধ করা যাবে না।

_খোলা রাখতে হবে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, কারখানা।

আরও পড়ুন: ফেসবুকে স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, থানায় ডেকে যুবককে বেধড়ক মার জেলাশাসকের

_বনধে কোনও ভাবেই যাতে জনজীবন বিপর্যস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

 _সড়ক ও রেল পরিবহণ স্বাভাবিক রাখতে বাড়তি তত্পরতা।

_রাজ্য সরকারের পাশাপাশি এই প্রথম কেন্দ্রীয় সরকারি অফিস এবং রেলের সম্পত্তিও রক্ষা করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: সরিয়ে দেওয়ার হলে সরিয়ে দিন’, স্বামীর পাশে দাঁড়িয়ে ফের ফেসবুকে পোস্ট আলিপুরদুয়ারের জেলাশাসকের স্ত্রীর

প্রসঙ্গত, গত শুক্রবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ৭-১০ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৭-১০ জানুয়ারির মধ্যে অর্ধ দিবসও ছুটি নেওয়া যাবে না।  রাস্তায় গাড়ি চলছে না, বা অন্য কোনও সমস্যা দেখিয়েও  এই কয়েকদিন ছুটি নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নবান্ন।

নবান্নের কড়া নির্দেশ, নির্দিষ্ট এই দিনগুলিতে  কেউ না কর্মস্থলে না গেলে তাঁকে শোকজ করা হবে। জবাব না দিলে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।

ছুটি ও একদিনের বেতনও কাটা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

যে সব সরকারি কর্মচারী ৪ জানুয়ারির আগে থেকে ছুটিতে আছে, হাসপাতালে চিকিৎসাধীন ও পরিবারের কোন সদস্যের মৃত্যুর কারণে যাঁরা ছুটিতে রয়েছেন, মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন যাঁরা,  তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

 

 

 

.