একে একে সবাই বিজেপির হাত ছাড়বে, কটাক্ষ পার্থর

শিবসেনা NDA ছাড়ার ঘোষণা করতেই প্রতিক্রিয়া এল তৃণমূল শিবির থেকে। মঙ্গলবার ঊদ্ধব ঠাকরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তীব্র কটাক্ষে বিজেপিকে বিদ্ধ করেন তিনি। 

Updated By: Jan 23, 2018, 03:27 PM IST
একে একে সবাই বিজেপির হাত ছাড়বে, কটাক্ষ পার্থর

নিজস্ব প্রতিবেদন: শিবসেনা NDA ছাড়ার ঘোষণা করতেই প্রতিক্রিয়া এল তৃণমূল শিবির থেকে। মঙ্গলবার ঊদ্ধব ঠাকরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তীব্র কটাক্ষে বিজেপিকে বিদ্ধ করেন তিনি। 

দীর্ঘদিনের জল্পনা সত্যি করে ২০১৯ লোকসভা নির্বাচন একা লড়ার কথা ঘোষণা করে শিবসেনা। মঙ্গলবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের খবর সম্প্রচারিত হতেই মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন - পূর্ণ কার্যকাল ক্ষমতায় থাকবে আমার সরকার, দাভোসে বললেন ফড়নবীস

মঙ্গলবার পার্থবাবু সংবাদমাধ্যমকে বলেন, 'দেখুন, ভবিষ্যতে একে একে সবাই বিজেপির সঙ্গ ছাড়বে।' কেন্দ্রে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে তৃণমূল। সম্প্রতি মুম্বই সফরে গিয়ে শিবসেনা প্রধান ঊদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে শোরগোল পড়েছিল।

 

 

.