রবিবারের বারবেলায় বৃষ্টিতে স্নান করল ৫ জেলা

বেলা ৩টের পর থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আবহাওয়া দফতরের রেডার ছবি বলছে, বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে এদিনের ঝড়বৃষ্টি। বৃষ্টি হচ্ছে নদিয়া, হুগলি, হাওড়া দুই ২৪ পরগনা ও কলকাতায়। ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পূর্বদিকে। 

Updated By: May 13, 2018, 03:46 PM IST
রবিবারের বারবেলায় বৃষ্টিতে স্নান করল ৫ জেলা

ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগের দুপুরে মুষলধারে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের ৫ জেলায়। বেলা গড়াতেই আকাশ কালো করে নামল বৃষ্টি। বেশ কয়েক জায়গায় শিলাবৃষ্টিতে আমের ফলনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 
রবিবার বেলা ১টার পর থেকে নদিয়া ও হুগলির আকাশ কালো করে নামে বৃষ্টি। শিলাবৃষ্টি হয় হুগলি ও নদিয়ার বেশ কয়েকটি জায়গায়। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। মুর্শিদাবাদের জলঙ্গিতে বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। 


বেলা ৩টের পর থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আবহাওয়া দফতরের রেডার ছবি বলছে, বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে এদিনের ঝড়বৃষ্টি। বৃষ্টি হচ্ছে নদিয়া, হুগলি, হাওড়া দুই ২৪ পরগনা ও কলকাতায়। ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পূর্বদিকে। ক্রমশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের যশোর, খুলনা ও সাতক্ষীরায় প্রবেশ করবে দুর্যোগ।   

.