বাঘের দাঁত, চিতাবাঘের চামড়া উদ্ধার

ভুটান থেকে আনা দাঁত দুটি নেপালে পাচার হচ্ছিল বলে জানা গিয়েছে।

Updated By: Jul 11, 2018, 01:02 PM IST
বাঘের দাঁত, চিতাবাঘের চামড়া উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:  গোপন সূত্রে খবর পেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের দুটি দাঁত উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের স্পেশাল ট্রাস্কফোর্স। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

আরও পড়ুন: নৌকার ভিতরে উঁকি দিতেই পুলিসের শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত!

গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার মহকুমার নাগরাকাটা চালসা রোডে তল্লাশি চালায় বন আধিকারিকরা। সন্দেহভাজন এক মহিলা-সহ তিন জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকেই বাঘের এক জোড়া দাঁত উদ্ধার হয়। ভুটান থেকে আনা দাঁত দুটি নেপালে পাচার হচ্ছিল বলে জানা গিয়েছে। এই চক্রের মূল পাণ্ডা কে, তা জানার চেষ্টা করছে পুলিস।

অন্যদিকে, ডুয়ার্সের সিংহানিয়া চা-বাগানে অভিযান চালিয়ে ২ টি চিতাবাঘের চামড়া উদ্ধার করেছেন বন দফতরের আধিকারিকরা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিতাবাঘটিকে দিন পনেরো আগে মারা হয়েছে। এই চামড়াটি ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হত বলে জানিয়েছে পাচারকারীরা।

 

.