সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, বেকসুর খালাস ৪

দোষীদের ১ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ।

Updated By: Apr 27, 2018, 10:51 AM IST
সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, বেকসুর খালাস ৪

নিজস্ব প্রতিবেদন: পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত।  ২০১৩ সালের ২১ জুলাই পঞ্চায়েত ভোটের সময় খুন হন সাগর ঘোষ। এই হত্যা মামলায় গতকালই দু'জনকে দোষী সাব্যস্ত করে সিউড়ি আদালত। সেই অনুযায়ী সুব্রত রায় ও ভগীরথ ঘোষের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

দোষীদের ১ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ। ২৭ নম্বর ধারায় ৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড। ৪৪৮ নম্বর ধারায় ১ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।  তবে এই মামলায় বাকি ৪ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুজনেই উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী। আরও পড়ুন- সাগর ঘোষ হত্যা মামলার রায়, দোষী সাব্যস্ত সুব্রত, ভগীরথ

.