সারদাকাণ্ডে সিবিআই জেরা শেষে বেরিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ সুব্রত বক্সি র

সিবিআই সূত্রে খবর, ৮  বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির দুটি প্রদর্শনী হয়েছিল। সেই ছবি  কিনেছিলেন সারদা কর্তা। সেই সময় সারদা ও রোজভ্যালি থেকে ৩০ লক্ষ টাকা ঢুকেছিল তৃণমূলের দলীয় মুখপাত্রের অ্যাকাউন্টে।

Updated By: Dec 10, 2018, 03:52 PM IST
সারদাকাণ্ডে সিবিআই জেরা শেষে বেরিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ সুব্রত বক্সি র

 নিজস্ব প্রতিবেদন:   সারদা মামলায় এবার জেরা করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীকে। সোমবার সল্টলেকের সিবিআই দফতরে যান তিনি।

আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন না অর্থসঙ্কট? দমদমে প্রাক্তন সিপিএম কাউন্সিলরের মেয়ের কীর্তিতে বাড়ছে রহস্য

সিবিআই সূত্রে খবর, ৮  বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির দুটি প্রদর্শনী হয়েছিল। সেই ছবি  কিনেছিলেন সারদা কর্তা। সেই সময় সারদা ও রোজভ্যালি থেকে ৩০ লক্ষ টাকা ঢুকেছিল তৃণমূলের দলীয় মুখপাত্রের অ্যাকাউন্টে। সূত্রের খবর, তৃণমূলের দলীয় তহবিল নিয়েই এদিন প্রশ্ন করা হয় সুব্রত বক্সিকে।

আরও পড়ুন: দিঘায় এবার নতুন আকর্ষণ সৈকত সরণী

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সুব্রত বক্সিকে চিঠি পাঠায় সিবিআই। তার সাড়া দিয়েই এদিন সিবিআই দফতরে যান সুব্রত বক্সি। সেদিন চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে সচিবের পদে থাকা মানিক মজুমদারকেও।

এদিন জেরা শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে সুব্রত বক্সি জানান, “আসলে সবই রাজনৈতিক চক্রান্ত। তবে সত্য বেরিয়ে আসবেই।”

.