বোর্ডের অনুমোদন ছাড়াই চলছে স্কুল!

বোর্ডের অনুমোদন ছাড়াই চলছে স্কুল। প্রতিবাদে আজ স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। আসানসোলের কল্যাণপুর টাউনশিপের ঘটনা। অভিযোগ এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল চালায় নারায়ণা গ্রুপ। অষ্টম শ্রেণির পর্যন্ত অনুমোদন থাকলেও,  নবম-দশম শ্রেণির অনুমোদন নেই। তারপরও পঠন পাঠন চলছিল। প্রতিবাদে আজ বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিযোগ, তাঁদের ঠকানো হচ্ছে। যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল করানো হয়। বাকি দুটি ক্লাসের জন্য কোচিং করানো হয়। সেটা আগে থেকেই জানতেন অভিভাবকরা।

Updated By: Apr 16, 2017, 07:32 PM IST
বোর্ডের অনুমোদন ছাড়াই চলছে স্কুল!

ওয়েব ডেস্ক: বোর্ডের অনুমোদন ছাড়াই চলছে স্কুল। প্রতিবাদে আজ স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। আসানসোলের কল্যাণপুর টাউনশিপের ঘটনা। অভিযোগ এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল চালায় নারায়ণা গ্রুপ। অষ্টম শ্রেণির পর্যন্ত অনুমোদন থাকলেও,  নবম-দশম শ্রেণির অনুমোদন নেই। তারপরও পঠন পাঠন চলছিল। প্রতিবাদে আজ বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিযোগ, তাঁদের ঠকানো হচ্ছে। যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল করানো হয়। বাকি দুটি ক্লাসের জন্য কোচিং করানো হয়। সেটা আগে থেকেই জানতেন অভিভাবকরা।

.