ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু পুলিশকর্মীর

ইট ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়েই বিপত্তি। রাস্তা পার হতে গিয়ে  বাইকের সা মনে এসে পড়েন এক মহিলা। তাঁকে বাঁচাতে গিয়েই জোরে ব্রেক কষেন এসআই।  রাস্তা ভিজে থাকায়  চাকা পিছলে পড়ে পড়ে যান রাজেশ দাস। তখনই ট্রাকের পিছনের চাকা তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Updated By: Feb 5, 2018, 11:46 AM IST
ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু পুলিশকর্মীর

নিজস্ব প্রতিবেদন: ডিউটিতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে পুলিস অফিসারের মৃত্যু। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায়। নিহত সাব ইন্সপেক্টর রাজেশ দাস দীর্ঘদিন ধরেই সোনারপুর থানায় কর্মরত ছিলেন।

সকালে  গড়িয়ার দিক থেকে বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন রাজেশবাবু। বারেন্দ্রপাড়ায় সামনে থাকা ইট ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়েই বিপত্তি। রাস্তা পার হতে গিয়ে  বাইকের সা মনে এসে পড়েন এক মহিলা। তাঁকে বাঁচাতে গিয়েই জোরে ব্রেক কষেন এসআই।  রাস্তা ভিজে থাকায়  চাকা পিছলে পড়ে পড়ে যান রাজেশ দাস। তখনই ট্রাকের পিছনের চাকা তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন - নিয়ন্ত্রণরেখায় বেলাগাম পাক গোলাগুলি, শহিদ এক ক্যাপ্টেন-সহ ৪   

দুর্ঘটনার পরই তাঁকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্ত শেষরক্ষা হয়নি।  ততক্ষণে মৃত্যু হয়েছে এসআইয়ের। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস।

.