হেলমেট না পরায় সিভিক ভলান্টিয়ারের মারে মৃত্যু মোটরবাইক চালকের

মাথায় হেলমেট না-থাকায় সিভিক ভলান্টিয়ারের মার। তাতেই মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় উত্তপ্ত মধ্যমগ্রামের চৌমাথা মোড়। 

Updated By: Jan 20, 2018, 01:41 PM IST
হেলমেট না পরায় সিভিক ভলান্টিয়ারের মারে মৃত্যু মোটরবাইক চালকের

নিজস্ব প্রতিবেদন: মাথায় হেলমেট না-থাকায় সিভিক ভলান্টিয়ারের মার। তাতেই মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় উত্তপ্ত মধ্যমগ্রামের চৌমাথা মোড়। 
শনিবার সকালে মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা সৌমেন দেবনাথ। হেলমেট না-পরায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সৌমেন দেবনাথের পথ আটকায়। 

আরও পড়ুন: জালে পড়ল ২২ কিলোর জ্যান্ত কাতলা, দেখুন
প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁদের মধ্যে প্রাথমিকভাবে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, জরিমানা হিসাবে সৌমেনের কাছ থেকে মোটা টাকা দাবি করেন সিভিক ভলেন্টিয়ার।  টাকা না-দেওয়ায় সৌমেন দেবনাথকে বেধড়ক মারধর করেন অভিযুক্ত।
প্রথমে কানের ওপর সপাটে চড় মারেন তিনি। বাইক থেকে পড়ে যান সৌমেনবাবু। তারপর তাঁর পেটে ও বুকে লাথি মারতে থাকেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। চলে এলোপাথাড়ি ঘুষিও। সৌমেনবাবুর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকলে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে সৌমেনবাবুর। 

আরও পড়ুন: রেষারেষির জের! হাত কেটে বাদ গেল মহিলার
ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

.