উত্তরবঙ্গ থেকে সরছে ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির সম্ভাবনা এবার দক্ষিণবঙ্গে

Updated By: Aug 16, 2017, 09:20 AM IST
উত্তরবঙ্গ থেকে সরছে ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির সম্ভাবনা এবার দক্ষিণবঙ্গে

ওয়েব ডেস্ক: টানা ভোগান্তির পর উত্তরবঙ্গের জন্য সুখবর। সরছে ঘূর্ণাবর্ত, আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বিহারের ঘূর্ণাবর্ত সরে যাচ্ছে উত্তরপ্রদেশে। উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি। বর্জ্রবিদ্যুত্‍সহ বৃষ্টি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। উল্লেখ্য, ষোলোই অগাস্ট পর্যন্ত বিহারের সীমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।

প্রসঙ্গত, বানভসি আবস্থা হয়েছে উত্তরবঙ্গের। উত্তর দিনাজপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বয়েছে জল। ভাঙাবাড়ি এলাকায় সড়কের বেশ কিছুটা অংশ জলের তলায় চলে গিয়েছিল। ভারী গাড়ি চলাচল বন্ধ ছিল। অন্য দিকে, দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, ওই জেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

.