রায়গঞ্জের প্রায় সবকটি ওয়ার্ড জল থই থই

Updated By: Aug 13, 2017, 07:23 PM IST
রায়গঞ্জের প্রায় সবকটি ওয়ার্ড জল থই থই

ওয়েব ডেস্ক: রায়গঞ্জ বলতে গেলে জল ভাসি। প্রায় সব ওয়ার্ডেই জল। জলনিকাশি ব্যবস্থা কাজ করছে না বললেই চলে। অতিবৃষ্টিতে শহরের রাস্তায় কোমর সমান জল, নৌকা চলছে। জেলার অন্যত্রও জল দুর্ভোগ চিত্র কমবেশি একইরকম।

আগে এমনটা কখনও দেখেনি রায়গঞ্জ। রাস্তায় নৌকা চলছে। রায়গঞ্জের প্রায় সবকটি ওয়ার্ড জল থই থই। তেরো নম্বর ওয়ার্ডের পূর্বাশা পাড়ার অবস্থা শোচনীয়। বাড়ির মধ্যে জল ঢুকেছে। এক হাঁটু জলের মধ্যে আলমারি ফ্রিজ।

রায়গঞ্জের সাত নম্বর ওয়ার্ডে একটি স্লুইস গেট দিয়ে শহরের জল কুলিক নদীতে যায়। আজ উল্টো স্রোত। কুলিকের জল ঢুকছে শহরে। তেরো নম্বর ওয়ার্ডে জলে পড়ে গিয়ে মারা গেছে দেড় বছরের এক শিশু।

শুধু রায়গঞ্জ শহর নয়, করনদিঘির বিস্তীর্ণ এলাকা নাগর নদীর জলে প্লাবিত। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নাগরের জল। ডালখোলা পুরসভার বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। গোয়ালপোখর ২ নম্বর ব্লকে জলের তোড়ে ভেঙে গেছে বহু গ্রামীণ রাস্তা। গ্রামীণ উত্তর দিনাজপুর কিম্বা রায়গঞ্জ শহর অতিবৃষ্টিতে বিপর্যস্ত।

.