পুজোর কোন দিনে কোন জেলায় বৃষ্টি হবে, কোন জেলা থাকবে শুকনো? স্পষ্ট করল মৌসম ভবন

কী বলছে হাওয়া অফিস,  এখন সেটাই লাখ টাকার প্রশ্ন!

Updated By: Oct 10, 2018, 05:57 PM IST
পুজোর কোন দিনে কোন জেলায় বৃষ্টি হবে, কোন জেলা থাকবে শুকনো? স্পষ্ট  করল মৌসম ভবন

নিজস্ব প্রতিবেদন:  ‘তিতলি’-এই নামটিতেই এখন আতঙ্কিত রাজ্যবাসী।  পুজোর আগে আকাশের মুখ ভার! তা মানতে কি পারে কেউ? এখন সকলের মনেই একটা প্রশ্ন- পুজোটা কি তবে এবার মাটি হবে? কী বলছে হাওয়া অফিস,  এখন সেটাই লাখ টাকার প্রশ্ন!   পুজোর মধ্যে কবে কোথায় কতটা বৃষ্টি হবে, কোন জেলা ভিজবে, কোন জেলার আকাশ থাকবে ঝলমলে- তা স্পষ্ট করল মৌসব ভবন। দেখে নিন এক নজরে...

আরও পড়ুন: ধেয়ে আসছে তিতলি, বাতিল দক্ষিণগামী বহু ট্রেন!

মৌসম ভবন সূত্রে খবর,

 -মুর্শিদাবাদ জেলায় ১৩ তারিখ  বৃষ্টি হবে ১৩৮ মিলিমিটার

-বর্ধমান জেলায় ১৩ তারিখ  বৃষ্টি হবে ২১৯ মিলিমিটার

-নদিয়া জেলায় ১৩ তারিখ বৃষ্টি হবে ২১৩ মিলিমিটার

-উত্তর ২৪ পরগনায় ১৩ তারিখ বৃষ্টি হবে ১৯৬ মিলিমিটার

-দক্ষিণ ২৪ পরগনায় ১১ তারিখ বৃষ্টি হবে ১০৮ মিলিমিটার

-পূর্ব মেদিনীপুরে ১১ তারিখ বৃষ্টি হবে ১২৭ মিলিমিটার

-পূর্ব মেদিনীপুরে ১৩ তারিখ বৃষ্টি হবে ১০৬ মিলিমিটার

-পশ্চিম মেদিনীপুরে ১৩ তারিখ বৃষ্টি হবে ২০৬ মিলিমিটার

-হাওড়ায় ১৩ তারিখ বৃষ্টি হবে ১২০ মিলিমিটার

-হুগলিতে ১৩ তারিখ বৃষ্টি হবে ২০৬ মিলিমিটার

-বাঁকুড়া, পুরুলিয়ায়- দুই জেলাতেই ১৩ তারিখ বৃষ্টি হবে ২০৬ মিলিমিটার

অর্থাত্ মৌসম ভবন যা আভাস দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে পুজোর আগের শনিবার অর্থাত্ চতুর্থীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে।   

.