৪৫ বছর পর দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠক, মোর্চা এবং পাহাড়বাসীকে বার্তা দিতে সুকৌশল মুখ্যমন্ত্রীর

৪৫ বছর পর দার্জিলিং রাজভবনে আজ বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক ঘিরে সাজো সাজো রব পাহাড়জুড়ে। দার্জিলিংয়ে বসে গোটা রাজ্যের সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা, এর তাত্পর্য অসীম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সমতল ও পাহাড় যে কোনও ভাবে আলাদা নয়, গোর্খা জনমুক্তি মোর্চা এবং পাহাড়বাসীকে এই বার্তা দেওয়ার লক্ষ্যেই দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠকের কৌশল মুখ্যমন্ত্রীর। ৩০ জনেরও বেশি মন্ত্রি থাকার কথা গুরুত্বপূর্ণ এই বৈঠকে। নবান্ন সূত্রের খবর, পাহাড় নিয়ে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ছাড়পত্র মেলার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। বুধবারই পাহাড়ে এসেছেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব মলয় দে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও পাহাড়ে হাজির। আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর পাহাড় স্ট্র্যাটেজিতে ব্যাকফুটে মোর্চা 

Updated By: Jun 8, 2017, 09:03 AM IST
৪৫ বছর পর দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠক, মোর্চা এবং পাহাড়বাসীকে বার্তা দিতে সুকৌশল মুখ্যমন্ত্রীর
ফাইল ছবি

ওয়েব ডেস্ক: ৪৫ বছর পর দার্জিলিং রাজভবনে আজ বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক ঘিরে সাজো সাজো রব পাহাড়জুড়ে। দার্জিলিংয়ে বসে গোটা রাজ্যের সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা, এর তাত্পর্য অসীম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সমতল ও পাহাড় যে কোনও ভাবে আলাদা নয়, গোর্খা জনমুক্তি মোর্চা এবং পাহাড়বাসীকে এই বার্তা দেওয়ার লক্ষ্যেই দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠকের কৌশল মুখ্যমন্ত্রীর। ৩০ জনেরও বেশি মন্ত্রি থাকার কথা গুরুত্বপূর্ণ এই বৈঠকে। নবান্ন সূত্রের খবর, পাহাড় নিয়ে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ছাড়পত্র মেলার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। বুধবারই পাহাড়ে এসেছেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব মলয় দে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও পাহাড়ে হাজির। আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর পাহাড় স্ট্র্যাটেজিতে ব্যাকফুটে মোর্চা 

 

.