বৃহস্পতিবার রাজ্যের ৭ পুরসভার ফল ঘোষণা, পাল্লাভারী শাসক দলের

Updated By: Aug 16, 2017, 09:16 PM IST
বৃহস্পতিবার রাজ্যের ৭ পুরসভার ফল ঘোষণা, পাল্লাভারী শাসক দলের

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সাত পুরসভায় ভোট গণনা। দুর্গাপুর, পাঁশকুড়া, হলদিয়া, নলহাটি, ধূপগুড়ি, বুনিয়াদপুর ও কুপার্স ক্যাম্প পুরসভার ফল ঘোষণা করা হবে। রাজ্যের সাম্প্রতিক প্রেক্ষাপটে বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে। দক্ষিণ কাঁথিতে উপনির্বাচনে দ্বিতীয় স্থানে ছিল গেরুয়া শিবির। জামানত জব্দ হয়েছিল বাম ও কংগ্রেসের। ফলে পুরভো‌ট‌ বিরোধী শিবিরের কাছেও তাৎপ‌র্যপূর্ণ।

বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে? কুপার্স ক্যাম্পে কংগ্রেস কেমন ফল করবে? বিরোধী পরিসর দখলের লড়াইয়ে কে বাজিমাত করবে? সব প্রশ্নের উত্তর দেবে ফল ঘোষণা।

পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভি‌যোগ করেছিল বিরোধীরা। সেই অভি‌যোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। বর্তমান পরিস্থিতিতে অপ্রত্যাশিত ফলের আশা করছে না রাজনৈতিক মহল। তৃণমূলের দিকেই পাল্লাভারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কেমন ফল করে সে দিকে নজর থাকবে। পঞ্চায়েত ভোটের আগে নিজের জনপ্রিয়তা আরও একবার ‌যাচাই করে নিতে পারবেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন, হলদিয়ার পুরভোটে কা‌র্যত ওয়াকওভার পেল তৃণমূল

 

.