মনোনয়ন যুদ্ধ জিতে আধাসেনার দাবিতে ফের আদালতে বিজেপি

হেভিওয়েট পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঘোষণা করতে কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। একইসঙ্গে ইচ্ছুক প্রতিনিধিদের প্রত্যেকে যাতে ভোটে লড়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতেও নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Apr 20, 2018, 08:04 PM IST
মনোনয়ন যুদ্ধ জিতে আধাসেনার দাবিতে ফের আদালতে বিজেপি

নিজস্ব প্রতিবেদন : হেভিওয়েট পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঘোষণা করতে কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। একইসঙ্গে ইচ্ছুক প্রতিনিধিদের প্রত্যেকে যাতে ভোটে লড়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতেও নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন, BIG BREAKING : বিরোধীদের অভিযোগে মান্যতা দিয়ে পঞ্চায়েত নির্ঘণ্ট খারিজ করল আদালত

তবে আজকের রায়ে পঞ্চায়েত ভোটে আধাসেনা মোতায়েন নিয়ে বিরোধীদের দাবির প্রেক্ষিতে কোনও মত জানায়নি আদালত। এই ইস্যুতেই ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। বিজেপির সাফ বক্তব্য, রাজ্যে যা আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি, তাতে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তাই সুষ্ঠু পঞ্চায়েত ভোটের জন্য তারা আদালতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাবে তারা।

এদিন সিঙ্গল বেঞ্চ কমিশনকে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাডা়তে নির্দেশ দিয়েছে। সূত্রে খবর, সোমবার ফের মনোনয়ন জমা নেওয়ার দিন ধার্য করতে পারে কমিশন। বিজেপির সাফ হুমকি, আদালতের নির্দেশের পরেও যদি এবার দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পারে, তাহলে তারা আবার আদালতে যাবেন।

আরও পড়ুন, পঞ্চায়েত মামলায় 'হার স্বীকার' করেও 'জয়ের দাবি' কল্যাণের

এদিনের আদালতের রায়কে স্বাগত জানিয়েছে সবপক্ষ। একদিকে বিরোধীরা যেমন আজকের রায়কে তাদের জয় বলে উল্লেখ করেছেন। ঠিক তেমনই আজকের রায়ে জয় তাঁদেরও, বলে দাবি করেছেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

.