মরণফাঁদে পরিণত হয়েছে সেবক থেকে রম্ভি পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়ক

Updated By: Sep 5, 2017, 09:16 AM IST
মরণফাঁদে পরিণত হয়েছে সেবক থেকে রম্ভি পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়ক

ওয়েব ডেস্ক: গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন । আর তাতেই থমকে জাতীয় সড়ক সংস্কারের কাজ। কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে সেবক থেকে রম্ভি পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়ক।

আড়াইমাস ধরে চলছে গোর্খাল্যান্ড আন্দোলন। কাজ বন্ধ দশ নম্বর জাতীয় সড়কের। দেখুন কী অবস্থা- সেবক থেকে রম্ভি। পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার একমাত্র পথ দশ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে PWD. কিন্তু গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে আড়াইমাস ধরে সেই কাজ পুরোপুরি বন্ধ।

ঘরের মধ্যে মা ও ছেলের দেহ উদ্ধার!

এখানেই শেষ নয়। পাহাড়ে লাগাতার চলছে ধস। মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। নিজেরাই বোল্ডার সরিয়ে রাস্তা করে নিচ্ছেন চালকরা। শিলিগুড়ি থেকে শুধু সিকিম নম্বরের গাড়িগুলি যেতে পারছে। আর সেটাও ঝুঁকি নিয়ে। এই রাস্তায় গাড়ি চালাতে তেল খরচ হচ্ছে প্রায় দেড়গুণ। ফলে রীতিমতো ক্ষুব্ধ চালকরা। গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে থমকে কাজ।

টাকা না মেটানোয় মাঝপথে নার্সিহোমের টানাহেঁচড়া, প্রাণ গেল রোগীর

.