সাইবার হানায় ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে ২ কোটি ৯০ লাখ গ্রাহকের, জানাল ফেসবুক

ফেসবুক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ গ্রাহকদের সংখ্যা যতটা হবে বলে আশা করেছিল বাস্তবে তা অনেকটাই কমেছে

Updated By: Oct 13, 2018, 10:54 AM IST
সাইবার হানায় ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে ২ কোটি ৯০ লাখ গ্রাহকের, জানাল ফেসবুক

নিজস্ব প্রতিবেদন: বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এমনটাই জানাল ফেসবুক। সংখ্যাটা শুনলে চমকে উঠতে হয়।

আরও পড়ুন-বিদেশ প্রতিমন্ত্রী আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখা হবে, জানালেন অমিত শাহ

শুক্রবার ফেসবুক জানিয়েছে ক্ষতিগ্রস্থ গ্রাহকের সংখ্যা ২ কোটি ৯০ লাখ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা কী ধরনের তথ্য চুরি করেছে তা আগামী দিনে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।

কী ধরনের তথ্য চুরির হয়েছে? জানা যাচ্ছে অটোমেটিক প্রোগ্রাম ব্যবহার করে গ্রাহকদের জন্ম তারিখ, চাকরির ঠিকানা, পড়াশোনা, ধর্মীয় পরিচয়, কোন ধরনের গ্যাজেট ব্যবহার করেন, কাকে ফলো করছেন, লোকেশন হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ওইসব গ্রাহকদের সংখ্যা ১ কোটি ৪০ লাখ। বাকি ১ কোটি ৫০ লাখ গ্রাহকদের ঠিকানা, ফোন নম্বর, ফ্রেন্ডলিস্ট চুরি করেছে হ্যাকাররা।

আরও পড়ুন-সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের আসন জয় ভারতের 

উল্লেখ্য, ফেসবুক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ গ্রাহকদের সংখ্যা যতটা হবে বলে আশা করেছিল বাস্তবে তা অনেকটাই কমেছে। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, তদন্ত চলাকালীন হ্যাকারদের সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করতে নিষেধ করেছে এফবিআই।

.