ব্যবহারকারীদের তথ্য ফাঁস! গুগল প্লাস বন্ধ করে দিচ্ছে গুগল

গুগলের সোশ্যাল মিডিয়ার নিরাপত্তার বিষয়টি এখন মার্কিন সংসদে আলোচনার বিষয়

Updated By: Dec 11, 2018, 01:45 PM IST
ব্যবহারকারীদের তথ্য ফাঁস! গুগল প্লাস বন্ধ করে দিচ্ছে গুগল

নিজস্ব প্রতিবেদন: ফেসবুকের মোকাবিলায় গুগল প্লাস খুলে এখন বিপাকে গুগল। ব্যক্তিগত তথ্য রক্ষা করতে পারছে না তারা। ফলে তা বন্ধ করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-জনাদেশ স্পষ্ট হতেই উতসবের মেজাজ কংগ্রেস কর্মীদের, খাঁ খাঁ করছে বিজেপির দফতর   

গুগল প্লাসের পাঁচ কোটিরও বেশি গ্রাহকের ইমেল আইডি, বয়স ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁসে হুমিকর মুখে দাঁড়িয়ে। তবে তা হয়েছে বলে এখনও স্বীকার করেনি গুগল। এই প্রবণতা রোখায় চেষ্টা করেও এখন তা পেরে ওঠেনি গুগল। ফলে ঠিক ছিল অগাস্টেউ বন্ধ করে দেওয়া হবে গুগল প্লাস। কিন্তু তার আগেই এপ্রিলেই তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ওই ঘোষণা করেছে গুগল।

গত ২ মাসে এনিয়ে দুবার গুগল জানাল গুগল প্লাসে কিছু সমস্যা রয়েছে। গত অক্টোবরেই এই সমস্যার বিষয়টি প্রথম নজরে আসে। বলা হয় ৫ লাখ ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য অন্য কেউ ব্যবহার করছে। ৬ মাস লক্ষ্য করার পর তা নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।

আরও পড়ুন-মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট

গুগলের সোশ্যাল মিডিয়ার নিরাপত্তার বিষয়টি এখন মার্কিন সংসদে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোম্পানির সিইও সুন্দর পিচাই সংসদের বিশেষ কমিটির সামনে এনিয়ে ব্যাখ্যা দিতে চেলেছেন।

.