আমেরিকাকে টেক্কা দিল ভারত

Updated By: Feb 3, 2016, 02:44 PM IST
আমেরিকাকে টেক্কা দিল ভারত

ওয়েব ডেস্কঃ গত বছর থেকেই শোনা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চলেছে ভারত। অবশেষে সেই সম্ভাবনা বাস্তবায়িত হলো। আমেরিকাকে সরিয়ে স্মার্টফোনের বাজারে ভারত এখন দু’নম্বরে। বিশ্বের গোটা স্মার্টফোন বাজারের ২৩.৩ শতাংশ ভারতের দখলে। গত এক বছরে ভারতে স্মার্টফোন বিক্রির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫.৩ মিলিয়নে। আগে যা ছিল ২২ মিলিয়ন। এর প্রায় ১৫ শতাংশ বেড়েছে অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে। এই বাড়ার পিছনে একটি বড় কারণ হলো ৪জি এলটিই অ্যাডাপ্টেশন। আধুনিক সব স্মার্টফোনই ৪জি এনাবেল্ড ও এলটিই কেপেবল হওয়ায় বাড়ছে বিক্রি। তবে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে পৌঁছতে এখনও অনেকটা পথ বাকি। কারণ, ভারতের বিপুন জনসংখ্যার ৩০ শতাংশ মানুষও স্মার্টফোন ব্যবহার করেন না।
ভারতের স্মার্টফোনের বাজারের আরও একটি সুখবর হলো ভারতে বিক্রি হওয়া স্মার্টফোনের বেশির ভাগই ভারতে তৈরি। শীর্ষস্থান এখনও স্যামসাং-এর দখলে থাকলেও ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে মাইক্রোম্যাক্স, লেনেভো, ইনটেক্স।

.