বেঙ্গালুরুতে ২৭ হাজার লোক নিচ্ছে ইনফোসিস

বেঙ্গালুরুতে ইনফোসিস ২৭ হাজার লোক নিতে চলেছে। ইতিমধ্যে কর্ণাটক সরকার ইনফোসিসের তিনটি বড় প্রোজেক্টকে ছাড়পত্র দিয়েছে। এই তিনটি প্রোজেক্টে ইনফোসিস বিনিয়োগ করছে ১,৯১৮ কোটি টাকা।

Updated By: Aug 31, 2015, 12:49 PM IST
বেঙ্গালুরুতে ২৭ হাজার লোক নিচ্ছে ইনফোসিস

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুতে ইনফোসিস ২৭ হাজার লোক নিতে চলেছে। ইতিমধ্যে কর্ণাটক সরকার ইনফোসিসের তিনটি বড় প্রোজেক্টকে ছাড়পত্র দিয়েছে। এই তিনটি প্রোজেক্টে ইনফোসিস বিনিয়োগ করছে ১,৯১৮ কোটি টাকা।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এক বিবৃতিতে জানান, "ইনফোসিস তিনটি ক্যাম্পাসে বিনিয়োগ করতে চলেছে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার। একটি ইলেক্ট্রনিক সিটিতে আর বাকি দুটি বেঙ্গালুরুর দক্ষিণ তালুকের কোনাপ্পানা আগ্রাহারাতে।" তিনি আরও জানান, ইনফোসিস  ২৭ হাজার লোক নিয়োগ করবে এই প্রোজেক্টে।

প্রায় সাড়ে দশ একর জমিতে কোনাপ্পানা প্রোজেক্টে বিনিয়োগ হবে ৬২৫ কোটি টাকা। সেখানে কর্মসংস্থান হতে পারে ৮,৫০০ জন, বলে জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি আরও জানান, ইলেক্ট্রনিক সিটিতে বিনিয়োগ হবে ২১৬ কোটি টাকা।

.