২০১৭ সালে এখনও পর্যন্ত বিশ্বের বেস্ট সেলিং স্মার্টফোন 'অ্যাপেল আইফোন ৭'

সবাইকে টেক্কা দিয়ে সবার সেরা অ্যাপেল আইফোন সেভেন। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ৫টি বেস্ট স্মার্টফোনগুলোর মধ্যে সবার সেরা অ্যাপেল আইফোন ৭, যা ইতিমধ্যেই বিশ্ব বাজারে মোট স্মার্টফোন বিক্রির ৬ শতাংশ জায়গা দখল করে ফেলেছে। ২০১৭ সালের প্রথম চার মাসের রিপোর্ট অনুযায়ী  অ্যাপেল আইফোন সেভেন বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। এরপরই বাজার দখল করেছে অ্যাপেল আইফোন ৭ প্লাস। মার্কেট রিসার্চ ফার্ম স্ট্র্যাটেজি অ্যানালিটিকিস অনুযায়ী অ্যাপেল আইফোন ৭-এর থেকে তুলনায় বড় স্ক্রিন এবং বেশি দামের আইফোন ৭ প্লাস এই মুহূর্তে গোটা বিশ্বের বেস্ট সেলিং ফোনগুলোর মধ্যে দু নম্বর স্থানে থাকা স্মার্টফোন, যার মার্কেট শেয়ার ৫ শতাংশ। এরই সঙ্গে অ্যাপেল আইফোন ফাইভ প্লাস প্রিমিয়াম স্মার্টফোনের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। গোটা বিশ্বে স্টার পারফরমার স্মার্টফোন হিসেবে শীর্ষ স্থানাধিকার করেছে ওপ্পো (OPPO R9)। চতুর্থ স্থানে রয়েছে স্যামসুং গ্যালাক্সি জে থ্রি (Samsung Galaxy J3 ), যা গোটা বিশ্বে ২ শতাংশ বাজার দখল করেছে। 

Updated By: May 11, 2017, 10:59 PM IST
২০১৭ সালে এখনও পর্যন্ত বিশ্বের বেস্ট সেলিং স্মার্টফোন 'অ্যাপেল আইফোন ৭'

ওয়েব ডেস্ক: সবাইকে টেক্কা দিয়ে সবার সেরা অ্যাপেল আইফোন সেভেন। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ৫টি বেস্ট স্মার্টফোনগুলোর মধ্যে সবার সেরা অ্যাপেল আইফোন ৭, যা ইতিমধ্যেই বিশ্ব বাজারে মোট স্মার্টফোন বিক্রির ৬ শতাংশ জায়গা দখল করে ফেলেছে। ২০১৭ সালের প্রথম চার মাসের রিপোর্ট অনুযায়ী  অ্যাপেল আইফোন সেভেন বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। এরপরই বাজার দখল করেছে অ্যাপেল আইফোন ৭ প্লাস। মার্কেট রিসার্চ ফার্ম স্ট্র্যাটেজি অ্যানালিটিকিস অনুযায়ী অ্যাপেল আইফোন ৭-এর থেকে তুলনায় বড় স্ক্রিন এবং বেশি দামের আইফোন ৭ প্লাস এই মুহূর্তে গোটা বিশ্বের বেস্ট সেলিং ফোনগুলোর মধ্যে দু নম্বর স্থানে থাকা স্মার্টফোন, যার মার্কেট শেয়ার ৫ শতাংশ। এরই সঙ্গে অ্যাপেল আইফোন ফাইভ প্লাস প্রিমিয়াম স্মার্টফোনের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। গোটা বিশ্বে স্টার পারফরমার স্মার্টফোন হিসেবে শীর্ষ স্থানাধিকার করেছে ওপ্পো (OPPO R9)। চতুর্থ স্থানে রয়েছে স্যামসুং গ্যালাক্সি জে থ্রি (Samsung Galaxy J3 ), যা গোটা বিশ্বে ২ শতাংশ বাজার দখল করেছে। 

.