ইন্টারনেট সহ Nokia 215 ডুয়াল সিম ফোন নিয়ে এল মাইক্রোসফট

মাইক্রোসফট নিয়ে এল Nokia 215 ডুয়াল সিম ফোন। ভারতের বাজারে মাত্র ২,১৪৯ টাকা দামের ফোন পাওয়া যাবে ইন্টারনেট অ্যাকসেস। ইন্টারনেটের মাধ্যমে অপেরা মিনি ব্রাউজার, বিঙ্গ সার্চ, এমএসএন ওয়েদার, টুইটার, ফেসবুক ব্যবহার করা যাবে এই ফোনে।

Updated By: Mar 19, 2015, 06:51 PM IST
ইন্টারনেট সহ Nokia 215 ডুয়াল সিম ফোন নিয়ে এল মাইক্রোসফট

ওয়েব ডেস্ক: মাইক্রোসফট নিয়ে এল Nokia 215 ডুয়াল সিম ফোন। ভারতের বাজারে মাত্র ২,১৪৯ টাকা দামের ফোন পাওয়া যাবে ইন্টারনেট অ্যাকসেস। ইন্টারনেটের মাধ্যমে অপেরা মিনি ব্রাউজার, বিঙ্গ সার্চ, এমএসএন ওয়েদার, টুইটার, ফেসবুক ব্যবহার করা যাবে এই ফোনে।

ফোনে ছবি তোলা যাবে ও SLAM প্রযুক্তির সাহায্যে শেয়ার করা যাবে। মাইক্রোসফট মোবাইলসের সাবসিডারি নোকিয়া ইন্ডিয়া সেলস প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর রঘুবেশ স্বরূপ জানান, ভারতের মোবাইলের ক্রেতা প্রতিদিন বাড়ছে। আর ফোনের সাহায্যেই এখন সবথেকে বেশি মানুষ ইন্টারনেটের অ্যাকসেস পেতে চাইছেন।

ফেসবুক ইন্ডিয়ার গ্রোথ অ্যান্ড মোবাইল পার্টনারশিপের প্রধান কেভিন ডি'সুজা জানান, ইন্টারনেট ব্যবহার শুরু করার পরই মানুষ প্রথম ফেসবুক অ্যাপ ডাউনলোড করে। Nokia 215 ফোনের সাহায্যে ক্রেতারা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ পাবেন।

 

.