ফেসবুক মেসেঞ্জারে এবার আরও একটি নতুন ফিচার

কাউকে SMS করা এবার থেকে আরও সহজ হয়ে গেল। সৌজন্যে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট এবার তাদের মেসেঞ্জার অ্যাপে নিয়ে এল SMS-এর সুবিধা।

Updated By: Jun 18, 2016, 11:04 AM IST
ফেসবুক মেসেঞ্জারে এবার আরও একটি নতুন ফিচার

ওয়েব ডেস্ক : কাউকে SMS করা এবার থেকে আরও সহজ হয়ে গেল। সৌজন্যে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট এবার তাদের মেসেঞ্জার অ্যাপে নিয়ে এল SMS-এর সুবিধা।

SMS করা ও পাওয়া, দুটোই মিলবে নতুন এই ফিচারে। তবে, SMS করার সুবিধাটি এই মুহূর্তে শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনগুলিতেই পাওয়া যাবে। যদিও, সব ফোন থেকেই SMS আপনি রিসিভ করতে পারবেন।

কীভাবে কাজ করবে এই মেসেঞ্জার-SMS?

মেসেঞ্জার অপশনটি খুলে সেটিংস-এ যান।

সেখানে লিস্ট থেকে প্রথমে SMS সিলেক্ট করুন।

এরপর সিলেক্ট করুন "Default SMS app"।

এবার আপনি মেসেঞ্জারেই SMS-এ কথাবার্তা চালাচালি করতে পারবেন। তবে, এই SMS-এ পাঠানো লেখা ফেসবুক সার্ভারে রেকর্ড হবে না। SMS-এর লেখাকে দেখা যাবে পার্পল বা বেগনী রঙে। আর মেসেঞ্জারের লেখা থাকবে নীল রঙে। মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে SMS চালাচালি করতে খরচ পড়বে একই।

.