পাহাড়প্রমাণ অর্ডারের চাপে ডেলিভারি ফেল জিও ফোনের

Updated By: Sep 20, 2017, 04:28 PM IST
পাহাড়প্রমাণ অর্ডারের চাপে ডেলিভারি ফেল জিও ফোনের

নিজস্ব প্রতিবেদন: কথা ছিল সেপ্টেম্বরের শুরুতেই ঘরে ঘরে 'জিও ফোন' পৌঁছে দেবে মুকেশ আম্বানির রিলায়েন্স। অর্ডারের পাহাড়প্রমাণ চাপে পূর্ব প্রস্তাবিত সেই নির্ঘণ্ট পিছিয়ে দিয়ে চলতি মাসের ২১ তারিখ জিও ফোন ডেলিভারি করার কথা জানায় তারা। কিন্তু 'ইন্ডিয়া টুডে'র দাবি, পরিবর্তিত নির্ঘণ্টতেও জিও ফোন পৌঁছে দিতে পারবে না মুকেশের রিলায়েন্স। জিও ফোন হাতে পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়। 'ইন্ডিয়া টুডে-অনুযায়ী গ্রাহকরা ১ অক্টোবরের আগে জিও ফোন হাতে পাবেন না। 

জিও'র সমস্ত ফোনই তাইওয়ানে তৈরি হচ্ছে। বিদেশ থেকে রিলায়েন্সের জিও ফোন প্রথমে আসবে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, এলাহাবাদে। এরপরই মেট্রো শহরগুলি থেকে ডেলিভারি হবে অন্যত্র। সেখান থেকেই জিও সেন্টার এবং রিলায়েন্স ডিজিটাল স্টোর হয়ে ডিলারদের কাছে পৌঁছবে জিও ফোন। সেখান থেকেই গ্রাহকদের কাছে পৌঁছবে রিলায়েন্সের এই 'ফ্রি স্মার্টফোন'। আর এই কারণেই ফোন হাতে পেতে দুর্গা পুজোর মাস কেটে যাবে আম জনতার এমনই বিপণনী বিশেষজ্ঞদের। 

.