পাসওয়ার্ড কত অক্ষরের হলে নিরাপদ, জানালেন গবেষকরা

সম্প্রতি দেশ-বিদেশে ইন্টারনেট নির্ভর বিভিন্ন পরিসেবায় সাইবার হামলার পরিধি বেড়ে গিয়েছে অনেকে। সবাই যেন ধুর্ত হয়ে গিয়েছে। তাই যে, যেভাবে পারছে, সে সেভাবেই ঠকাচ্ছে অন্যকে। কিন্তু একটু সচেতন থাকলেই সাইবার হামলা থেকে নিজেদের ইমেইলসহ বিভিন্ন জিনিসের তথ্য রক্ষা করা সম্ভব। এই বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউরের এক গবেষক জ্যার্নো নিয়েমেলা বলেছেন, 'কমপক্ষে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে ৩২ অক্ষরের পাসওয়ার্ড হলে আরও ভালো হয়। পাসওয়ার্ডগুলোতে কাছাকাছি শব্দের বদলে এলোমেলো অক্ষর ব্যবহার করলেও হ্যাকিং থেকে নিরাপদ থাকা সম্ভব।

Updated By: Sep 27, 2016, 03:59 PM IST
 পাসওয়ার্ড কত অক্ষরের হলে নিরাপদ, জানালেন গবেষকরা

ওয়েব ডেস্ক: সম্প্রতি দেশ-বিদেশে ইন্টারনেট নির্ভর বিভিন্ন পরিসেবায় সাইবার হামলার পরিধি বেড়ে গিয়েছে অনেকে। সবাই যেন ধুর্ত হয়ে গিয়েছে। তাই যে, যেভাবে পারছে, সে সেভাবেই ঠকাচ্ছে অন্যকে। কিন্তু একটু সচেতন থাকলেই সাইবার হামলা থেকে নিজেদের ইমেইলসহ বিভিন্ন জিনিসের তথ্য রক্ষা করা সম্ভব। এই বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউরের এক গবেষক জ্যার্নো নিয়েমেলা বলেছেন, 'কমপক্ষে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে ৩২ অক্ষরের পাসওয়ার্ড হলে আরও ভালো হয়। পাসওয়ার্ডগুলোতে কাছাকাছি শব্দের বদলে এলোমেলো অক্ষর ব্যবহার করলেও হ্যাকিং থেকে নিরাপদ থাকা সম্ভব।

আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ

কিন্তু ২০ অক্ষরের পাসওয়ার্ড বা ৩২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করাটাও তো সমস্যার। সেক্ষেত্রে? এই বিষয়ে ওই গবেষক বলেছেন, 'নিরাপত্তা নিশ্চিত করতে হলে এটুকু তো করতেই হবে।' এবার আপনিও ঠিক করুন, যে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করবেন নাকি, আপনার সমস্ত তথ্য হ্যাকাররা জেনে নিক!

আরও পড়ুন  ইডেন টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন গম্ভীর!

.