TVS-এর নতুন এই স্কুটারের সঙ্গে কানেক্ট করা ‌যাবে আপনার স্মার্টফোন

এর আগে গ্রাফাইট নামে স্কুটারটি প্রকাশ্যে এনেছিল টিভিএস। তবে লঞ্চের কয়েকদিন আগে জানা ‌যায়, সম্ভবত গ্রাফাইট নামে লঞ্চ করবে না স্কুটারটি। সেই জল্পনা সত্যি করে NTORQ 125 নামে নতুন স্কুটার লঞ্চ করল টিভিএস। 

Updated By: Feb 8, 2018, 04:43 PM IST
TVS-এর নতুন এই স্কুটারের সঙ্গে কানেক্ট করা ‌যাবে আপনার স্মার্টফোন

ওয়েব ডেস্ক: ‌যাবতীয় জল্পনার অবসার ঘটিয়ে এন-টর্ক ১২৫ নামেই নতুন পারফর্মেন্স স্কুটার লঞ্চ করল টিভিএস। আর নতুন এই স্কুটার নিয়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। কারণ টিভিএস এন-টর্ক-ই প্রথম স্কুটার ‌যা সরাসরি কানেক্ট করা ‌যাবে আপনার স্মার্টফোনের সঙ্গেই। স্কুটারের স্পিডোমিটার ক্লাস্টারেই দেখা ‌যাবে কে ফোন করছে আপনাকে, ফোনে চার্জই বা রয়েছে কত।

এর আগে গ্রাফাইট নামে স্কুটারটি প্রকাশ্যে এনেছিল টিভিএস। তবে লঞ্চের কয়েকদিন আগে জানা ‌যায়, সম্ভবত গ্রাফাইট নামে লঞ্চ করবে না স্কুটারটি। সেই জল্পনা সত্যি করে NTORQ 125 নামে নতুন স্কুটার লঞ্চ করল টিভিএস। 

সংস্থার দাবি, বিমানের নকসা অনুকরণ করে বানানো হয়েছে এই স্কুটার। স্কুটারে রয়েছে ১২৫ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ‌যা থেকে মিলবে ৯.৪ অশ্বশক্তি ক্ষমতা। সঙ্গে থাকছে স্ট্রিট ও স্পোর্টস, দু'টি মোডে চালানোর বিকল্প। থাকছে এলইডি ডে টাইম রানিং লাইট, টিউবলেস টায়ার ও ডিক্স ব্রেক। সর্বোচ্চ ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে এই স্কুটার।

আরও পড়ুন - বাজারে এল মারুতির নতুন সুইফট, দেখে নিন ফিচারস, জেনে নিন দাম

দিল্লিতে স্কুটারটির এক্স-শোরুম দাম ৫৮,৭৫০ টাকা। 

সব থেকে বড় কথা, ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনটিকে কানেক্ট করা ‌যাবে এই স্কুটারের সঙ্গে। ঠিক ‌যেমন চার চাকা গাড়িতে করা ‌যায়। ফোন কানেক্ট হয়ে গেলেই স্কুটারের স্পিডোমিটারে ফুটে উঠবে ব্যাটারি স্টেটাস ও সিগনাল স্ট্রেংথের তথ্য। ফোন কল এলে ফুটে উঠবে কলারের ফোন নম্বর।

টিভিএসের দাবি, আগামী প্রজন্মের গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই স্কুটার। 

 

 

.