লিভার

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লিভার। শরীরের বিষাক্ত পদার্থগুলিকে নির্গত করে সুস্থ থাকতে সাহায্য করে লিভার।

বিশ্ব লিভার দিবস

১৯ এপ্রিল বিশ্ব লিভার ডে। লিভারকে সম্পর্কে সচেতনতা বাড়াতে, সুস্থ লিভারের গুরুত্বের উপর জোর দিতে এবং বিভিন্ন ধরণের লিভারের সমস্যা সম্পর্কে মানুষকে অবহিত করতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

বিশ্ব লিভার দিবস

বিশ্ব লিভার দিবসে জেনে নিন কোন লক্ষণ দেখলেই বুঝবেন আপনার লিভার সমস্যার মুখে পড়েছে।

জন্ডিস

লিভারজনিত অন্যতম অসুখ জন্ডিস। এটি হলে রক্তে অতিরিক্ত পরিমাণে বিলিরুবিন তৈরি হয়। ফলে চোখ এবং ত্বক হলুদ হতে শুরু করে।

দুর্বলতা

গরমে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে। এছাড়া লিভার বিগড়লে ক্লান্তি, দুর্বলতা দেখা দিতে পারে।

ওজন হ্রাস

লিভারজনিত অসুখের আঁচ সহজে পাওয়া যায় না। তবে লিভারে গোলমাল বাঁধলে ওজন হ্রাস হতে শুরু করে।

পেটে ব্যথা

বিভিন্ন কারণেই পেটে ব্যথা হতে পারে। তবে লিভারজনিত সমস্যার অন্যতম লক্ষণ হল পেটে ব্যথা। অত্যাধিক পেটে ব্যথা শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

খিদে কমে যাওয়া

লিভারে সমস্যা শুরু হলে প্রথমেই খিদে কমে যাবে। এছাড়া বমি বমি ভাব বা বমি হওয়া সাধারণ লক্ষণ।

প্রস্রাবের রং পরিবর্তন

ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে দূষিত পদার্থ ভাল করে বেরোতে পারে না। তাই প্রস্রাবের রং ও গন্ধ পরিবর্তন হতে থাকে।

অন্ত্র

লিভারজনিত অসুখে অন্ত্রের পরিবর্তন হতে পারে। যেমন ফ্যাকাশে বা রক্তযুক্ত পটি, ত্বকের সমস্যা, অতিরিক্ত প্রস্রাব।

VIEW ALL

Read Next Story