রাবার প্ল্যান্ট

ঘরে বাতাসে জলীয় বাষ্প যোগ করে ঘরে ঠান্ডাভাব আনে। শিকড় দিয়ে জল টেনে বাতাসে বাষ্প ছেড়ে দেয়।

চাইনিজ এভার গ্রিন

অ্যাগলাওনেমা নামে পরিচিত এই প্ল্যান্ট বাতাসে দুষণ কম করে। বাতাসে জলীয় বাষ্প য়োগ করে।

পাম

ফার্ন পাম, লিভিস্টানো পাম, ফিসটেল পাম, লেডি পামের মতো প্ল্যান্ট বাতাসের কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে অক্সিজেন যোগ করে। ঘরের মধ্যে ছোট হলেও ছাড়া তৈরি করে ঘর ঠান্ডা রাখে।

স্নেক প্ল্য়ান্ট

এর পাতা মোট। এই পাতা যখন জলীয় বাষ্প বের করে তখন ঘর ঠান্ডা রাখে। অক্সিজেন বের করে ঘরের পরিবেশ ঠিক রাখে। ঘর ঠান্ডা করে।

পিস লিলি

বড়বড় পাতাওয়াল পিস লিলি প্রচুর অক্সিজেন দেয় পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প যোগ করে।

অ্যালোভেরা

প্রচুর ঔষধি গুণ রয়েছে পাশাপাশি এর পুরু পাতা একদিকে যেমন অক্সিজেন যোগ করে অন্যদিকে তেমনি বাতাসে জলীয়বাষ্পও যোগ করে।

মানি প্ল্যান্ট

বাতাস সাফ করতে মানি প্ল্যান্টের জোড়া নেই। নাসার মতে মানি প্ল্যান্ট সবসময় পরিবেশ ঠান্ডা রাখে,ঘরে শুদ্ধ বাতাস যোগ করে।

বস্টন ফার্ন

বাতাসের দুষিত গ্যাস শোষণ করে নিতে বস্টন ফার্নের জুড়ি নেই। এটি ঘরকে ঠান্ডা রাখে।

স্পাইডার প্ল্যান্ট

খুব বেশি দেখভালের দরকার নেই, কাজ করে অনেক। বাতাস থেকে দুষিত পদার্থ শোষণের পাশাপাশি বাতাস ঠান্ড রাখে।

VIEW ALL

Read Next Story