শ্বশুর-শাশুড়ির মন জয় করবেন কীভাবে? রইল হাতেগরম কিছু টিপস...

শ্বশুর-শাশুড়ির মন জয়

আপনার বাপের বাড়ির রীতি-আচার তাঁদের সঙ্গে শেয়ার করুন। আবার শ্বশুরবাড়ির দিকের রীতি-আচারকেও শিখে নিজের করে নিন।

শ্বশুর-শাশুড়ির মন জয়

দু-বাড়ির খাবারের পছন্দ-অপছন্দ দুরকম হতেই পারে। আপনি যদি নতুন খাবার ট্রাই করেন, নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে সম্পর্কের বন্ধন গাঢ় হবে।

শ্বশুর-শাশুড়ির মন জয়

যদি আপনি শ্বশুরবাড়ির থেকে দূরে থাকেন, তবে নিয়মিত তাদের ফোন, ভিডিয়ো কল করুন। মেসেজ পাঠান। যোগাযোগ সম্পর্কের অন্যতম ভিত।

শ্বশুর-শাশুড়ির মন জয়

তাঁদের মতামত ও মূল্যবোধকে গুরুত্ব দিন। সবসময় আপনি সহমত না-ও হতে পারেন, কিন্তু ঠান্ডা মাথায় আমাদের বক্তব্য শুনুন। তারপর ধৈর্য ধরে শান্তভাবে নিজের মতামত রাখুন, তর্ক না করে।

শ্বশুর-শাশুড়ির মন জয়

ছোট ছোট কাজ-আচরণ বুঝিয়ে দেয় স্নেহ-ভালোবাসা। তাঁদের ভালোবাসুন। আপনার একটা ছোট্ট 'থ্যাংক ইউ' আপনার কৃতজ্ঞতাকে প্রকাশ করে। তাঁদের মন ছুঁয়ে যাবে।

শ্বশুর-শাশুড়ির মন জয়

গল্প করুন। দিনের ছোট ছোট ঘটনা, কোনও ব্যক্তিগত গল্প বা অভিজ্ঞতা তাঁদের সঙ্গে ভাগ করে নিন। তাহলে সম্পর্ক আরও কাছের হবে।

শ্বশুর-শাশুড়ির মন জয়

খাবার থেকে পোশাক, তাঁদের কী পছন্দ-অপছন্দ মনে রাখুন। তাঁদের জন্মদিন, জীবনের বিশেষ দিনে মনে করে উইশ করুন। মনে করে ওষুধ এগিয়ে দিন।

শ্বশুর-শাশুড়ির মন জয়

আপনার পার্টনারকে ভালোবাসুন। সাপোর্ট করুন। তাঁরা যখন দেখবেন যে আপনি তাঁদের সন্তানকে আপন করে নিয়েছেন, তখন তাঁরাও অনেকখানি নিশ্চিন্ত হবেন।

VIEW ALL

Read Next Story