পেঙ্গুইনের প্রকার

আমরা সকলেই কম বেশি পেঙ্গুইন সম্পর্কে জানি। পৃথিবীতে কম করে ৩০ রকমের পেঙ্গুইন আছে।

পেঙ্গুইনের প্রকার

তাঁর মধ্যে বিশেষ ভাবে সকলের পরিচিত মোট ৭ প্রজাতির পেঙ্গুইন।

এমপেরোর পেঙ্গুইন

বৃহত্তম পেঙ্গুইনের প্রজাতি হিসেবে এমপেরোর পেঙ্গুইন বিশেষ ভাবে পরিচিত।

কিংগ পেঙ্গুইন

এই পেঙ্গুইনের এমপেরোর পেঙ্গুইনের সঙ্গে বেশ কিছু মিল দেখতে পাওয়া যায়।

অ্যাডেলি পেঙ্গুইন

তাদের সাহসী এবং অনুসন্ধানমূলক আচরণের জন্য এই পেঙ্গুইন বিশেষ ভাবে পরিচিত।

জেন্টু পেঙ্গুইন

তৃতীয় বৃহত্তম পেঙ্গুইনের প্রজাতি হিসেবে এই পেঙ্গুইন বিশেষ ভাবে পরিচিত।

চিনস্ট্র্য়াপ পেঙ্গুইন

তাদের চিবুকের কালো ডোরার জন্য এই ধরনের নামকরণ করা হয়েছে।

ম্যাকারনি পেঙ্গুইন

তাদের অনন্য হলুদ রঙের ক্রেস্টের জন্য এই ধরনের পেঙ্গুইনের নাম ম্যাকারনি পেঙ্গুইন।

রকহপার পেঙ্গুইন

পাথরের উপরে লাফানোর জন্য এই ধরনের পেঙ্গুইনকে রকহপার পেঙ্গুইন বলে।

VIEW ALL

Read Next Story