বিদায় রড্রিগেজ, কলম্বিয়ার স্বপ্নের দৌড় শেষ করে বিশ্বকাপের শেষ চারে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে দুই-এক গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে গেল ব্রাজিল। শেষ হয়ে গেল কলম্বিয়ার স্বপ্নের দৌড়। সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে লুই ফিলিপ স্কোলারির দল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হয়ে গোল করেন থিয়াগো সিলভা এবং ডেভিড লুইজ। কলম্বিয়ার গোলদাতা হামেস রড্রিগেজ।

Updated By: Jul 5, 2014, 08:43 AM IST

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে দুই-এক গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে গেল ব্রাজিল। শেষ হয়ে গেল কলম্বিয়ার স্বপ্নের দৌড়। সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে লুই ফিলিপ স্কোলারির দল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হয়ে গোল করেন থিয়াগো সিলভা এবং ডেভিড লুইজ। কলম্বিয়ার গোলদাতা হামেস রড্রিগেজ।

যেমন আশা ছিল, ঠিক তাই হল। ঠিক সময় জ্বলে উঠলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ আটের টানটান উত্তেজনার ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারাল ব্রাজিল। এই ম্যাচে ফেভারিট হিসাবে নামলেও বেশ চাপে ছিলেন সেলেকাওরা। গত ম্যাচে চিলির বিরুদ্ধে জিততে বেশ বেগ পেতে হয়েছিল ব্রাজিলকে। অন্যদিকে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিল কলম্বিয়া। শুক্রবার ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলা শুরু করেছিলেন নেইমাররা। যার সুফল ম্যাচের সাত মিনিটেই পেল ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গোল করে যান অধিনায়ক থিয়াগো সিলভা। গত কুড়ি বছরে বিশ্বকাপে এই প্রথম কোনও ব্রাজিল অধিনায়ক গোল পেলেন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় কলম্বিয়া। সাতষট্টি মিনিটে মারিও ইয়েপসের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। তার দুমিনিট পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে ফোর্টালেজা স্টেডিয়াম। চোখ ধাঁধানো ফ্রিক কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান ডেভিড লুইজ। ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হামেস রড্রিগেজ। এই জয়ের ফলে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। কলম্বিয়ার বিরুদ্ধে জয়ের উত্সবের পাশাপাশি সেমিফাইনালের আগে দুশ্চিন্তায় কোচ স্কোলারি। কার্ড সমস্যায় পরের ম্যাচে নেই থিয়াগো সিলভা। আর চোট পেয়ে পরের ম্যাচে প্রায় অনিশ্চিত নেইমার।

.