ফ্রান্সকে হারিয়ে টানা চারবার বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি

বিশ্বকাপে নয়া রেকর্ড গড়ল জার্মানি। ফ্রান্সকে হারিয়ে টানা চারবার বিশ্বকাপের সেমি ফাইনালে পৌছল এই ইউরোপিয়ান জায়ান্ট। রিওতে টান-টান উত্তেজনার ম্যাচে ফ্রান্সকে এক-শূন্য গোলে হারিয়ে দিল জোয়াকিম লো-র দল। জার্মানির হয়ে জয় সূচক গোলটি করেন ম্যাটস হামেলস।বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের টাইটান ক্ল্যাশে বাজিমাত করল জার্মানি।

Updated By: Jul 5, 2014, 09:10 AM IST

বিশ্বকাপে নয়া রেকর্ড গড়ল জার্মানি। ফ্রান্সকে হারিয়ে টানা চারবার বিশ্বকাপের সেমি ফাইনালে পৌছল এই ইউরোপিয়ান জায়ান্ট। রিওতে টান-টান উত্তেজনার ম্যাচে ফ্রান্সকে এক-শূন্য গোলে হারিয়ে দিল জোয়াকিম লো-র দল। জার্মানির হয়ে জয় সূচক গোলটি করেন ম্যাটস হামেলস।বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের টাইটান ক্ল্যাশে বাজিমাত করল জার্মানি।

ঐতিহাসিক মারাকানায় ইউরোপের দুই সুপার পাওয়ারের লড়াইয়ে দিদিয়ের দেশঁর দলকে টেক্কা দিল জোয়াকিম লো-র দল। ফ্রান্সকে এক-শূন্য গোলে হারিয়ে টানা চারবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌছল জার্মানি। বিশ্বকাপে এই প্রথম কোনও দল টানা চারবার সেমিফাইনালে উঠল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থেকে শেষ আটের লড়াইয়ে নেমেছিল দুদল। মেগা ম্যাচে মাঠে নামার আগে চোটাঘাত সমস্যা আর ফুটবলারদের অসুস্থতায় জর্জরিত ছিল জার্মান দল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর যেন সব ভুলে জয়ের জন্য ঝাঁপালেন থমাস মুলাররা। প্রথম থেকেই ফ্রান্স গোলে ঝড় তুলতে থাকেন জার্মান ফুটবলাররা। ম্যাচের তেরো মিনিটে টোনি ক্রুসের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে কাঙ্খিত গোলটি করেন ম্যাটস হামেলস। অসুস্থতা নিয়েই মাঠে নেমছিলেন তিনি। এই নিয়ে বিশ্বকাপে দুটি গোল করলেন হামেলস। দ্বিতীয়ার্ধে গোলের হয়ে মরিয়া হয়ে ঝাঁপালেও জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে টপকাতে পারেননি ফরাসি ফুটবলাররা। এই ম্যাচের আগে জোয়াকিম লোয়ের স্ট্র্যাটেজি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। কিন্তু এই বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা ফ্রান্সকে হারিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিলেন জার্মান কোচ। এই জয়ে ফলে টানা ষোলটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকল জার্মানি। ষোলটি ম্যাচের মধ্যে এগারোটিতে জিতেছে জার্মানি। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।

.