মেসি Vs মারাদোনা লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে মেসি, কিন্তু মারাদোনার ঝুলিতে বিশ্বকাপ

চব্বিশ বছর পর ছিয়াশির পুনরাবৃত্তি ঘটানোর সন্দিক্ষণে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মারাদোনার মতোই এবারের কাণ্ডারি লিওনেল মেসি। পরিসংখ্যানের বিচারে মারাদোনার থেকে এগিয়ে থাকলেও মেসির হাতে বিশ্বকাপ নেই। তবে মেসির হাতে যদি বিশ্বকাপ ওঠে তাহলে সাফল্যের নিরিখে মারাদোনাকে পিছনে ফেলে দেবেন মেসি।

Updated By: Jul 13, 2014, 11:26 AM IST

চব্বিশ বছর পর ছিয়াশির পুনরাবৃত্তি ঘটানোর সন্দিক্ষণে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মারাদোনার মতোই এবারের কাণ্ডারি লিওনেল মেসি। পরিসংখ্যানের বিচারে মারাদোনার থেকে এগিয়ে থাকলেও মেসির হাতে বিশ্বকাপ নেই। তবে মেসির হাতে যদি বিশ্বকাপ ওঠে তাহলে সাফল্যের নিরিখে মারাদোনাকে পিছনে ফেলে দেবেন মেসি।

বিশ্ব জুড়ে আর্জেন্টিনার সমর্থনের সুত্রপাত ১৯৮২ বিশ্বকাপে। ১৯৮৬ তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্ব ফুটবলের গলি থেকে রাজপথে। যার কাণ্ডারি দিয়েগো মারাদোনা। ৮৬তে মারাদোনা একা হাতে যেমন বিশ্বকাপ দিয়েছেন, তেমনই বিশ্ব ফুটবলে সমর্থনকেও ভাগ করে দিয়েছেন আড়াআড়ি । যা আজও ফুটবলের মতো গড়িয়ে চলেছে। নব্বইয়ে ফাইনাল খেললেও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি মারাদোনা। এই দুই দশক আর্জেন্টিনা ফুটবল দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। গতবার জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার আবার লিওনেল মেসির হাত ধরে স্বপ্ন পূরণের অপেক্ষায় মারাদোনার দেশ। চব্বিশ বছর পর ৮৬র পুনরাবৃত্তি ঘটানোর সন্দিক্ষণে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মারাদোনার মতোই এবারের কাণ্ডারি লিওনেল মেসি। মেসিকে বলা হয় মারাদোনার উত্তরসূরি। এই সার্টিফিকেট মারাদোনা নিজেই দিয়েছেন। এরপরই চুলচেরা বিশ্লেষণে বারবার প্রশ্ন উঠে এসেছে কে এগিয়ে? মারাদোনা না মেসি? পরিসংখ্যানের বিচারে মেসি এগিয়ে থাকলেও তাঁর হাতে বিশ্বকাপ নেই।

রবিবার মধ্য রাতে মেসির হাতে যদি বিশ্বকাপ ওঠেতাহলে সাফল্যের নিরিখে মারাদোনাকে পিছনে ফেলে দেবেন মেসি। কিন্তু সবকিছু তো আর পরিসংখ্যানেই শেষ নয়। মারাদোনা আর্জেন্টিনা তথা বিশ্বফুটবলের রেনেসাঁ, আর মেসি সেই ফুটবল পুনর্জাগরণের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান।

.