সন্ত্রাস আতঙ্কে প্যারিসে জুড়ে ধরপাকড়, গ্রেফতার ২৩

প্যারিস হানায় ইউরোপ জুড়ে জারি ধরপাকড়। শুধু ফ্রান্সেই তল্লাসি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও। বেলজিয়ান পুলিসের হাতে ধরা পড়েছে আরও সাত জন। বেলজিয়ামে ধৃতদের মধ্যেই আছে প্যারিস হামলায় মোস্ট ওয়ান্টেড সালা আব্দেস্লামের ভাই মহম্মদও আব্দেস্লাম। যদিও পুলিসের চোখে ধুলো দিয়ে সালা এখনও ফেরার।

Updated By: Nov 17, 2015, 10:14 AM IST
সন্ত্রাস আতঙ্কে প্যারিসে জুড়ে ধরপাকড়, গ্রেফতার ২৩

ওয়েব ডেস্ক: প্যারিস হানায় ইউরোপ জুড়ে জারি ধরপাকড়। শুধু ফ্রান্সেই তল্লাসি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও। বেলজিয়ান পুলিসের হাতে ধরা পড়েছে আরও সাত জন। বেলজিয়ামে ধৃতদের মধ্যেই আছে প্যারিস হামলায় মোস্ট ওয়ান্টেড সালা আব্দেস্লামের ভাই মহম্মদও আব্দেস্লাম। যদিও পুলিসের চোখে ধুলো দিয়ে সালা এখনও ফেরার।

জি-টুয়েন্টিভুক্ত বেশ কয়েকটি দেশও আইসিসকে সাহায্য করছে। বিস্ফোরক এই দাবি করলেন ভ্লাদিমির পুতিন।  জি-টুয়েন্টি সম্মেলনে তথ্যপ্রমাণ সহ তিনি সেই দাবি পেশ করেন বলে জানান রুশ রাষ্ট্রপ্রধান।  তিনি বলেন, প্রায় চল্লিশটি দেশ থেকে আইসিসকে সাহায্য করা হচ্ছে। যার মধ্যে জি-টুয়েন্টিভুক্ত দেশগুলিও  রয়েছে।

.