স্পেন, ফিনল্যান্ডের পর এবার জঙ্গি হামলা রাশিয়ার সারগাট শহরে, আহত ৯

Updated By: Aug 19, 2017, 05:38 PM IST
স্পেন, ফিনল্যান্ডের পর এবার জঙ্গি হামলা রাশিয়ার সারগাট শহরে, আহত ৯
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ইউরোপ হামলার পর এবার রাশিয়া। ফের ছুরি হাতে হামলা জনবহুল এলাকায়। আহত কমপক্ষে ৯ জন। পুলিস অবশেষে হামলাকারীকে নিকেশ করেছে বলে সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ রাশিয়ার সারগাট শহরে।

জানা গেছে, সারগাট শহরের অত্যন্ত জনবহুল এলাকায় সাকল সাড় ১১টা নাগাদ হঠাত্ই অজ্ঞাত পরচয় ওই ব্যক্তি হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ৮ থেকে ৯ জনকে ধারাল ছুরির আঘাতে মাটিতে ফেলে দেয় সে। খবর পেয়ে পুলিস সেখানে এসে তাকে প্রতিহত করতে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আততায়ীর। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে এই হামলার পিছনে রয়েছে জঙ্গি সংগঠনের হাত। ১৮ বছরের ওই আততায়ী মরক্কোর বাসিন্দা।

আরও পড়ুন- স্পেনে জোড়া হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, হত ৫ সন্দেহভাজন জঙ্গি

বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলসে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় ১৪ জনের। আহত হন আরও কয়েকজন। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ছুরি হাতে আততায়ী হামলা ফিনল্যান্ডের তুরকু শহরে। মৃত্যু ২জনের, আহত ৬। প্রথমিক তদন্তে পুলিসের ধারণা এই ঘটনার পিছনে রয়েছে জঙ্গি সংগঠনের হাত।

আরও পড়ুন- ফিনল্যান্ডে হামলায় নিহত ২, আততায়ী বিদেশি নাগরিক

.