সন্ত্রাসের ছায়ায় মৈত্রীর আঁচোল বাঁধতে আজ বৈঠকে ভারত-পাক রাষ্ট্রপ্রধান

পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠকে মনমোহন সিং। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলনের পাশে আজ সন্ধেয় বৈঠকে বসবেন পাক-ভারত প্রধানমন্ত্রী।

Updated By: Sep 29, 2013, 11:19 AM IST

পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠকে মনমোহন সিং। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলনের পাশে আজ সন্ধেয় বৈঠকে বসবেন পাক-ভারত প্রধানমন্ত্রী।
গত কয়েকদিনে পাকিস্তেনের তরফে যেভাবে জম্মু-কাশ্মীরে নাশকতা ঘটানো হয়েছে। তাতে সন্ত্রাসের ছায়ায় বন্ধুত্বপূর্ণ আলোচনা কতটা সম্ভব তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার আগের দিন রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা শুনিয়েছেন মনমোহন সিং। ভারত মনে করছে, পাকিস্তানের মাটিই সন্ত্রাসের উত্‍স। তবে একই সঙ্গে দু`দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে স্বাগত জানিয়েছেন মনমোহন সিং।
তিনি বলেন, "প্রতিবেশী রাষ্ট্রের চলা সন্ত্রাসবাদই আমাদের একমাত্র চিন্তার কারণ। আমদের প্রতিবেশী পাকিস্তানই সন্ত্রাসের কেন্দ্রস্থল। দেশের নিরাপত্তায় আমরা কোনও খামতি রাখতে চাই না।"

.