ভারতের বাজার ধরতে আসছে প্লাস্টিকের আইফোন

বাজারে আসতে চলেছে `প্লাস্টিক বডি` আইফোন। চলতি আইফোনের প্রায় অর্দ্ধেক দামে পাওয়া যাবে এই ফোন। বিশেষজ্ঞদের মত, চলতি বছরের জুন বা জুলাইতেই মুক্তি পাবে এই মডেল। মূলত চিন ও ভারতের মধ্যবিত্ত বাজারকে আকৃষ্ট করতেই ৩৩০ মার্কিন ডলারের (ভারতীয় মূল্যে ১৮ হাজার টাকার কাছাকাছি) কাছাকাছি দামের এই মডেলটি আনতে চলেছে অ্যাপেল।

Updated By: Mar 23, 2013, 05:07 PM IST

বাজারে আসতে চলেছে `প্লাস্টিক বডি` আইফোন। চলতি আইফোনের প্রায় অর্দ্ধেক দামে পাওয়া যাবে এই ফোন। বিশেষজ্ঞদের মত, চলতি বছরের জুন বা জুলাইতেই মুক্তি পাবে এই মডেল।
মূলত চিন ও ভারতের মধ্যবিত্ত বাজারকে আকৃষ্ট করতেই ৩৩০ মার্কিন ডলারের (ভারতীয় মূল্যে ১৮ হাজার টাকার কাছাকাছি) কাছাকাছি দামের এই মডেলটি আনতে চলেছে অ্যাপেল।
জেফরি অ্যান্ড কোম্পানির বিশেষজ্ঞ পিটার মাইজেক জানান জুন থেকেই তৈরি হবে এই মডেলটি।
আরবিসি ক্যাপিটাল মার্কেটের অমিত দরিয়ানানির জানিয়েছেন, তাঁর ধারণা, জুন, জুলাইতে `প্লাস্টিক বডি`র বিশেষ সংস্করণ ছাড়াও আইফোন ফাইভ এসও বাজারে আনতে পারে অ্যাপেল।
আইলাউঞ্জের জেরেমি হরউইৎস জানান তিনি `বিশ্বস্ত সূত্রে` খবর পেয়েছেন এই নতুন মডেলটিতেও রেটিনা ডিসপ্লে সহ আইফোনের সব ক`টি নতুন বৈশিষ্ট থাকবে। তবে উন্নতমানের ক্যামেরা সহ আরও আপগ্রেডেশন নিয়ে জুলাইতেই আসবে আইফোন ফাইভ এস।

.