আজ থেকে ৮৪ ঘণ্টা ধর্মঘট বাংলাদেশে

বিরোধীদের ডাকা হরতালের জেরে এই নিয়ে তৃতীয় বার অচল হল বাংলাদেশ। তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ থেকে ৮৪ ঘণ্টা দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বিরোধী জোট। ধর্মঘটকে কেন্দ্র করে এবারও হিংসার আশঙ্কা করছে সে দেশের রাজনৈতিক মহল।

Updated By: Nov 10, 2013, 10:33 AM IST

বিরোধীদের ডাকা হরতালের জেরে এই নিয়ে তৃতীয় বার অচল হল বাংলাদেশ। তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ থেকে ৮৪ ঘণ্টা দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বিরোধী জোট। ধর্মঘটকে কেন্দ্র করে এবারও হিংসার আশঙ্কা করছে সে দেশের রাজনৈতিক মহল।
সমস্যার সমাধানে বার বার আলোচনার জন্য বিএনপি নেত্রীকে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু প্রতিবারই শেখ হাসিনার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ইতিমধ্যেই ২ নেত্রীর এই বিরোধই বাংলাদেশকে ক্রমাগত রক্তক্ষয়ী হিংসার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সেদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বাংলাদেশের প্রধান বিরোধী দলের ৩ শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে দফায় দফায় সে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

.