ডাক্তারদের জন্য এই রায়ই দিল বাংলাদেশ কোর্ট

Updated By: Jan 10, 2017, 07:39 PM IST
ডাক্তারদের জন্য এই রায়ই দিল বাংলাদেশ কোর্ট

ওয়েব ডেস্ক: শব্দ না আঁকিবুঁকি, প্রেসক্রিপশন দেখে বোঝার উপায় নেই! অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মোটা অঙ্কের ফি দিয়ে ডাক্তার দেখানো অথচ যে প্রেসক্রিপশন হাতে পান রোগী কিংবা রোগীর আত্মীয়রা তাতে সমস্যা আরও বাড়ে বইকি কমে না। নামী দামী ডাক্তারবাবুরা এমন হাতের লেখায় প্রেসক্রিপশন লেখেন তাতে বেশিরভাগ সময়ই বোঝাই যায় না কোন ওষুধের নাম তারা প্রেসক্রিপশনে লিখেছেন। যার ফলে মরনাপন্ন রোগীর ওষুধ খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় অনেকেকই! এমনও হয়, ওষুধ রয়েছে অথচ লেখা বুঝতে না পেরে সেই ওষুধ রোগী কিংবা রোগীর পরিবারের কাছে তা বিক্রি করতে পারেন না ওষুধ দোকানের মালিক-কর্মীরাও। এবার হাতের লেখা ঠিক করে প্রেসক্রিপশন লেখার নির্দেশ দিল বাংলাদেশের আদালত। আদালত সাফ জানিয়েছে, প্রত্যেক চিকিৎসককেই সহজ ভাষায় এবং পরিচ্ছন্নভাবে প্রেসক্রিপশন লিখতে হবে যাতে তা বোধগম্য হয়।  

 

 

.