কালো টাকা উদ্ধারের আশা: সুইস ব্যাঙ্কে বিদেশি গ্রাহকদের নাম প্রকাশ শুরু, তালিকায় দুই ভারতীয়

কালো টাকা উদ্ধারে আশার আলো। সুইস ব্যাঙ্কের বিদেশি গ্রাহকদের নাম প্রকাশ করতে শুরু করল সুইজারল্যান্ড সরকার। সরকারি গেজেটে প্রকাশিত সেই তালিকায় নাম রয়েছে দুই ভারতীয়রও। তাঁরা হলেন স্নেহলতা সাহানি এবং সঙ্গীতা সাহানি। আপাতত শুধু তাঁদের নাম ও জন্মের তারিখ প্রকাশ করেছে সুইস কর্তৃপক্ষ। অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Updated By: May 26, 2015, 09:24 AM IST
কালো টাকা উদ্ধারের আশা: সুইস ব্যাঙ্কে বিদেশি গ্রাহকদের নাম প্রকাশ শুরু, তালিকায় দুই ভারতীয়

ব্যুরো: কালো টাকা উদ্ধারে আশার আলো। সুইস ব্যাঙ্কের বিদেশি গ্রাহকদের নাম প্রকাশ করতে শুরু করল সুইজারল্যান্ড সরকার। সরকারি গেজেটে প্রকাশিত সেই তালিকায় নাম রয়েছে দুই ভারতীয়রও। তাঁরা হলেন স্নেহলতা সাহানি এবং সঙ্গীতা সাহানি। আপাতত শুধু তাঁদের নাম ও জন্মের তারিখ প্রকাশ করেছে সুইস কর্তৃপক্ষ। অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

মার্কিন ও ইজরায়েলি গ্রাহকদের ক্ষেত্রে নামের আদ্যক্ষর ও জন্মের তারিখ প্রকাশ হয়েছে। প্রত্যেক গ্রাহককে নোটিস দিয়ে জানানো হয়েছে, তাঁদের অ্যাকউন্টের পুরো তথ্য গোপন রাখতে চাইলে উপযুক্ত কারণ দেখিয়ে  তিরিশ দিনের মধ্যে সুইজারল্যান্ডের ফেডেরাল অ্যাডমিনিস্ট্রেটিভ আদালতে আবেদন করতে হবে।

.