Brazil

দূষণের প্রতিবাদে সমুদ্রতটে `টয়লেট আসর`

দূষণের প্রতিবাদে সমুদ্রতটে `টয়লেট আসর`


এ এক অভিনব প্রতিবাদ। বিশ্ব জুরে বাড়ছে জলের দূষণ। ব্রাজিলের রিও দি জেনারিওর ইপানেমা সমুদ্র তটে আয়োজন করা হয়েছিল প্রতিবাদের। সমুদ্রের বালু তটে টয়লেট সিটে বসে প্রতিবাদ দেখাল রিওর মানুষ। ২০১৬ ব্রাজিল ফুটবল বিশ্বকাপের আগে শহরের সুয়েজ পরিষেবা ভেঙে পড়েছে। সে সবের উন্নয়নে নজর না দিয়ে প্রশাসন ব্যস্ত বিশ্বকাপের আয়োজনে। তাই জল দূষণের প্রতিবাদে এই অভিনব কর্মসূচি। শনিবার আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ কর্মসুচির।

ছবি: এপি

First Published: Sunday, January 26, 2014, 11:59


comments powered by Disqus