মেক্সিকো নাচছে উইকে নিয়ে, মেদান মজেছে ৪ ছোট্ট বাঘে

মেক্সিকো চিড়িয়াখানায় ৯ বছর পর জন্ম নিয়েছে একটি উট। ৫ এপ্রিল জন্ম নিলেও এতদিন সর্বসমক্ষে আনা হয়নি ওকে। আর মায়ের সঙ্গে ছোট্ট উটটিকে দেখতে এখন চিড়িয়াখানায় উপচে পড়ছে ভিড়।

Updated By: May 13, 2014, 11:23 AM IST

বিশ্বের দুই প্রান্তের দুই চিড়িয়াখানা তাদের নতুন খুদে অতিথিদের নিয়ে আহ্লাদে একদম আটখানা। মেক্সিকো চিড়িয়াখানায় ৯ বছর পর জন্ম নিয়েছে একটি উট। ৫ এপ্রিল জন্ম নিলেও এতদিন সর্বসমক্ষে আনা হয়নি ওকে। আর মায়ের সঙ্গে ছোট্ট উটটিকে দেখতে এখন চিড়িয়াখানায় উপচে পড়ছে ভিড়।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার মেদান চিড়িয়াখানা এখন সরগরম ৪টি বাঘের বাচ্চার কারণে। সুমাত্রান বাঘিনী জন্ম দিয়েছে চারটি শাবকের। পৃথিবীতে ক্রমশ কমে যাচ্ছে এই প্রজাতির বাঘ। সবমিলিয়ে চারশোটিও সুমাত্রান বাঘ নেই। কৃত্রিম প্রজননের মাধ্যমে চিড়িয়াখানার ঘেরাটোপে এই চার শাবকের জন্ম বড়সড় সাফল্য বলেই মনে করছেন পশুবিশেষজ্ঞরা।

.