বিচ্ছেদেই স্বাধীনতা, স্পেন থেকে মুক্তির রায় ক্যাটালনিয়ার

Updated By: Oct 2, 2017, 12:42 PM IST
বিচ্ছেদেই স্বাধীনতা, স্পেন থেকে মুক্তির রায় ক্যাটালনিয়ার
ছবি- রয়টার্স

সংবাদ সংস্থা: পুলিস বুলেট ছুড়লে, গোলাপ ধরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। তাঁদের রুখতে স্পেন সরকার যে পন্থাই নিক না কেন, এ বার তাঁরা গোটা শক্তি দিয়ে ঝাঁপাতে চায় ক্যাটালনিয়াকে স্পেন থেকে 'মুক্ত' করার জন্য।

ক্যাটালনিয়াকে স্পেন থেকে বিচ্ছিন্ন করার দাবি নিয়ে রবিবারের গণভোটে ৯০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বিচ্ছেদ তথা স্বাধীনতার পক্ষে। ক্যাটালনিয়া সরকারের তথ্য অনুযায়ী, স্বাধীনতাপন্থীদের পক্ষে ভোট পড়েছে ২০,২০,১৪৪ এবং বিপক্ষে গিয়েছে ১,৭৬,৫৬৬টি ভোট। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এ দিন জানিয়ে দেন, ক্যাটালনিয়ায় কোনও গণভোট হচ্ছে না।

আরও পড়ুন- ফ্রান্স ও কানাডায় জোড়া জঙ্গিহানায় নিহত ২, আহত বহু

গণভোট রুখতে সব রকমের প্রচেষ্টা চালানো হয় সরকারের তরফে। দাঙ্গা-পুলিস নামায় মাদ্রিদ। ক্যাটলনিয়ার নাগরিকরা ভোট দিতে রাস্তায় নামলে অকথ্য লাঠি চার্জ করা হয়। ছোড়া হয় রাবার বুলেটও। নাম না করে পরোক্ষভাবে ক্যাটলনিয়ার বিক্ষোভের প্রসঙ্গ তুলে পোপ ফ্রান্সিস ইতালি সফরে গিয়ে শান্তি এবং ঐক্যের বার্তা দেন গোটা ইউরোপকে। 

আরও পড়ুন- ইউরোপের ১৫তম দেশ হিসেবে সমকামী বিবাহে স্বীকৃতি জার্মানিতে 

.