সস্ত্রীক শ্বশুড়বাড়িতে হাই প্রোফাইল জামাই

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের  তিন দিনের বাংলাদেশ সফরের আজ শেষ দিন। শেষদিনের ঠাসা কর্মসূচির মাঝেই আজ শ্বশুরবাড়ি নড়াইলে পৌঁছেছেন রাষ্ট্রপতি। সঙ্গে রয়েছেন স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। গ্রামে যথারীতি সাজ সাজ রব। সস্ত্রীক রাষ্ট্রপতির জন্য নতুন করে বাঁধানো হয়েছে রাস্তা।

Updated By: Mar 5, 2013, 12:36 PM IST

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের  তিন দিনের বাংলাদেশ সফরের আজ শেষ দিন। শেষদিনের ঠাসা কর্মসূচির মাঝেই আজ শ্বশুরবাড়ি নড়াইলে পৌঁছেছেন রাষ্ট্রপতি। সঙ্গে রয়েছেন স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। গ্রামে যথারীতি সাজ সাজ রব। সস্ত্রীক রাষ্ট্রপতির জন্য নতুন করে বাঁধানো হয়েছে রাস্তা।
শুভ্রা দেবীর দাদা, কানাই লাল ঘোষ এখনও গ্রামের পৈতৃক বাড়িতেই থাকেন। তিনিও বোন সহ হাই প্রোফাইল ভগ্নীপতির আসাতে বেশ খুশি। অতিথি আপ্যায়নেও চলছে ব্যাপক তোড়জোড়। স্থানীয় মাছ, বিশেষ করে ইলিশ মাছ, মিষ্টি, পিঠে সহ বিভিন্ন স্থানীয় `ডেলিকেসি`তে সমাদৃত হচ্ছে তাঁদের আহার তালিকা।
এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে একটি নতুন মালগাড়ির যাত্রা সূচনা করেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। নড়াইল থেকে রাষ্ট্রপতি যাবেন মির্জাপুর। মির্জাপুরের কুমুদিনি হাসপাতাল পরিদর্শনের পর শিলাইদহ যাবেন প্রণব মুখোপাধ্যায়। শিলাইদহ পরিদর্শনের পর ঢাকা ফিরছেন তিনি। বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এয়ারপোর্ট থেকে ভারতের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

.