"চিন মানচিত্রকে বৈধতা দেবে না ভারত"

চিনা নাগরকিদের ই-পাসপোর্টে সেদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে। এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জবাবে বেজিংয়ের ভারতীয় দূতাবাস চিনা নগরিকদের যেসব ভিসা দিয়েছে, তার মানচিত্রে অরুণাচল ও আকসাই চিনকে ভারতীয় ভূখণ্ডেই দেখানো হয়েছে।

Updated By: Nov 24, 2012, 10:30 PM IST

চিনা নাগরকিদের ই-পাসপোর্টে সেদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে। এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জবাবে বেজিংয়ের ভারতীয় দূতাবাস চিনা নগরিকদের যেসব ভিসা দিয়েছে, তার মানচিত্রে অরুণাচল ও আকসাই চিনকে ভারতীয় ভূখণ্ডেই দেখানো হয়েছে।
চিনের ই-পাসপোর্টের মানচিত্রকে কখনই বৈধতা দেবে না ভারত, একথা জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। দু`দেশের সাধারণ মানুষের আদানপ্রদান যাতে ব্যাহত না হয়, সেজন্য বিষয়টি ঠাণ্ডা মাথায় মেটানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে চিন। এর আগে জম্মু-কাশ্মীরের নাগরিকদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা করে বিতর্কে জড়িয়েছিল চিনা সরকার। তখনও এর প্রতিবাদ জানিয়েছিল ভারত।

.