দক্ষিণ চিন সাগরের অতলে প্রাচীর তৈরি করছে চিন

বিদেশে নথিভুক্ত সেনা জাহাজ হুনান প্রদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে বিদেশি নয় এমন জাহাজের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে

Updated By: Feb 21, 2018, 05:59 PM IST
দক্ষিণ চিন সাগরের অতলে প্রাচীর তৈরি করছে চিন

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ চিন সাগরে গোপনে প্রাচীর তৈরি করছে চিনা সেনা। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নজরদারি কড়া করতে এ বার জলপথের নিরাপত্তা আরও মজবুত করতে চাইছে চিনের পিপল'স লিবারেশন আর্মি। দক্ষিণ চিন সাগরের অতলে বিশাল প্রাচীর তৈরি করে শত্রুপক্ষের সাবমারিন, জাহাজের উপর নজরাদারি চালাবে চিন।

আরও পড়ুন- ভারতকে টপকে চিনের কাছে শেয়ার বিক্রি করছে বাংলাদেশ

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, দক্ষিণ চিন সাগরের কাছে অবস্থিত হাইনান প্রদেশে পাওয়ার গ্রিড তৈরি করেছে চিন। গুয়ানডং প্রদেশের নানলাং-র কিয়ংঝাউ প্রদেশ এবং হুনান প্রদেশের লিনশি দ্বীপের মধ্য সমুদ্রের তল দিয়ে কেবল পেতেছে চিন। এরই মাধ্যমে দক্ষিণ চিন সাগরের বিতর্কত অঞ্চলগুলির উপর নজরদারি চালাচ্ছে তারা।

আরও পড়ুন- বিবাহ বহিভূর্ত সম্পর্ক ছিল ইমরানের, বিস্ফোরক রেহাম খান

প্রসঙ্গত, বিদেশে নথিভুক্ত সেনা জাহাজ হুনান প্রদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে বিদেশি নয় এমন জাহাজের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অঞ্চল দিয়ে কার্যত জোর করেই জাহাজ চলাচল করাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বার সেটা বাধা দিতে সাগরের নীচে চিনের প্রাচীর তৈরি করছে জিনপিংয়ের দেশ।

আরও পড়ুন- ভিডিও: জার্মানের মুখে বাংলা শুনলে লজ্জা পাবেন অনেক বাঙালি

.