পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দাবি চিনের সংবাদ সংস্থার

পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান বলে উল্লেখ করল চিনের সরকারি সংবাদসংস্থা। নতুন দিল্লি ও বেজিং-এর মধ্যের কূটনৈতিক সম্পর্ককে আরও একধাপ অবনতির দিকে নিয়ে গিয়ে ওই সংবাদ সংস্থা জিনহুয়া পাক অধিকৃত গিলগিট-বালিস্তানকে পাকিস্তানের অংশ বলে ঘোষণা করল।

Updated By: Dec 4, 2014, 01:31 PM IST
পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দাবি চিনের সংবাদ সংস্থার

নয়া দিল্লি: পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান বলে উল্লেখ করল চিনের সরকারি সংবাদসংস্থা। নতুন দিল্লি ও বেজিং-এর মধ্যের কূটনৈতিক সম্পর্ককে আরও একধাপ অবনতির দিকে নিয়ে গিয়ে ওই সংবাদ সংস্থা জিনহুয়া পাক অধিকৃত গিলগিট-বালিস্তানকে পাকিস্তানের অংশ বলে ঘোষণা করল।

যদিও চিন জানিয়েছে ভারত-পাকিস্তানের সীমান্ত সমস্যা নিয়ে তারা আদতে কারোর পক্ষই নিচ্ছে না।

ভারত গিলগিট-বালতিস্তানকে পাক অধিকৃত কাশ্মীর হিসাবে বিবেচনা করে।

চিন ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি কোটি কোটি টাকার ইকনমিক করিডর প্রজেক্টের চুক্তি হয়েছে। চার লেনের এই মোটর গাড়ির করিডর পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে যাবে।

৬০ কিলোমিটার দৈর্ঘ্যের এই চার লেনের রাস্তা খাইবার পাখতুনখা প্রদেশকে ঘিরি যাবে। ২৯৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে এই প্রকল্প সম্পন্ন হতে। সময় লাগবে ২ বছর।

ইতিমধ্যেই ভারত পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চিনের এই করিডর তৈরির পরিকল্পনার বিরোধিতা করেছে।

যদিও সেই আপত্তি উড়িয়ে দিয়ে চিন জানিয়েছে এঈ প্রকল্প স্থানীয় উন্নয়নের স্বার্থেই।

 

.